ETV Bharat / state

Mamata Slams Modi Over Manipur: 'এখানে-ওখানে না গিয়ে প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না ?' বিধানসভায় তোপ মমতার

author img

By

Published : Jul 27, 2023, 6:36 PM IST

Mamata Banerjee Slams PM Modi over Manipur: মণিপুর নিয়ে বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, এখানে-ওখানে না গিয়ে প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন না কেন !

Mamata Slams Modi Over Manipur
Mamata Slams Modi Over Manipur

কলকাতা, 27 জুলাই: বিধানসভার অন্দরে মণিপুর ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বক্তব্য রাখতে গিয়ে মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মণিপুর নিয়ে কেন্দ্রের শাসকদলকে একহাত নিয়ে বিধানসভায় বলেন, "মণিপুর নিয়ে কেন এত ভয় বিজেপির ! কেন প্রধানমন্ত্রী মণিপুর যাচ্ছেন না ! এখানে ওখানে না ঘুরে মণিপুরে যান । টাকার বিনিময়ে গিফট না নিয়ে মণিপুরে যান । আমি নিজে মণিপুরে যেতে চেয়েছিলাম । তবে তখন আমাকে যেতে দেওয়া হয়নি । এরপর আমাদের প্রতিনিধিদল মণিপুরে গিয়েছিল । এখন ইন্ডিয়া জোট মণিপুরে যাচ্ছে । এটা ভালো কথা ।"

বাম আমল নিয়ে খোঁচা: বৃহস্পতিবার মুলতুবি প্রস্তাবে মূল আলোচনার বিষয় ছিল ভোট হিংসা । সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, "একটি মৃত্যুও কাম্য না । কোনও মৃত্যুকেই সমর্থন করি না আমরা । প্রতিটা মৃত্যুই দুঃখজনক । কিন্তু বাম আমল থেকেই পঞ্চায়েতে মৃত্যুর পরম্পরা রয়েছে । তুলনামূলকভাবে এ বার ভোটের দিন 15 জন এবং ভোটের আগে ও পরে 14 জনের মৃত্যু হয়েছে ।"

শুভেন্দুকে জবাব মমতার: এ দিন শুভেন্দু অধিকারীর দেওয়া ব্লক ভিত্তিক হিসেবের পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মাত্র সাতটা ব্লকে অশান্তি হয়েছে । তাঁর প্রশ্ন, সাতটি ব্লকের জন্য 22টি জেলাকে কেন বদনাম করা হচ্ছে ? তাঁর মতে, এ সব রাজ্যকে বদনাম করতেই করা হচ্ছে । মমতা বলেন, বিরোধীরা বলছে সন্ত্রাস হয়েছে ভোট লুট করা হয়েছে ৷ তাহলে বিরোধীরা এত আসন পেল কীভাবে !

আরও পড়ুন: 'নন্দীগ্রামে 2 ঘণ্টা লাইট অফ করে দিয়ে হঠাৎ রেজাল্ট বদলে গেল...', বিধানসভায় খোঁচা মমতার

বিরোধীদের মমতার বার্তা: বিরোধীদের উদ্দেশ্যে মমতার বার্তা, "মানুষ যদি বিরোধীদের ভোট না দেয় আমি কী করতে পারি ?" তিনি আরও বলেন, "আমি কারও নাম করতে চাই না । আমি এ কথাও বলছি না ঘটনা ঘটেনি । ঘটনা অবশ্যই ঘটেছে । যে ভাবে রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে সবটাই পরিকল্পিত । মুখ্যমন্ত্রীর কারও নাম না করে প্রশ্ন তুলেছেন, "এত বড় নেতা হলে নিজের জেলায় হারলেন কেন ?"

'রাজ্যকে বদনামের চেষ্টা': ভোটের অশান্তির কথা বলতে গিয়ে মমতা বলেন, তিনি অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে । কিন্তু যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে আইন হয়েছে, তাই সেই আইনকেও উপেক্ষা করতে চান না তিনি । এ দিন তিনি দাবি করেন যে, বাংলার ভোট অন্যান্য অনেক রাজ্যের থেকে শান্তিপূর্ণ । আর যাঁরা এই ভোট নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাঁরা রাজ্যকে বদনাম করতে চাইছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.