ETV Bharat / state

Tea Resort in New Chumta: নিউ চুমটায় টি-রিসর্ট, মালদায় ইথানল তৈরিতে জমি দিল সরকার

author img

By

Published : Jul 25, 2023, 8:34 AM IST

উত্তরবঙ্গে পর্যটনকে চাঙ্গা করতে চাইছে পশ্চিমবঙ্গর সরকার ৷ এর পাশাপাশি রাজ্যে দূষণ কমানোর জন্য ইথানল উৎপাদনে অনুমোদন দিল মন্ত্রিসভা ৷ তাই শিলিগুড়ির নিউ চুমটায় টি-রিসর্ট এবং মালদায় ইথানল কারখানার জন্য জমি দেওয়ার অনুমোদন দিল রাজ্য সরকার ৷

ETV Bharat
চা শিল্প

কলকাতা, 25 জুলাই: উত্তরবঙ্গে চা পর্যটনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে দার্জিলিংয়ের নিউ চুমটায় টি-রিসর্ট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ একটি নামী হোটেল গ্রুপকে এই রিসর্ট তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৷ এছাড়া বাংলাতেই ইথানল তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার ৷

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সাংবাদিকদের বলেন, "মেফেয়ার হোটেল অ্যান্ড রিসর্টসকে 19 একর জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ৷ যদিও এর আগে স্ট্যান্ডিং কমিটি ঠিক করেছিল লোটাস প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডকে জমি দেবে ৷ কিন্তু, আজকের সিদ্ধান্ত অনুযায়ী মেফেয়ারকে জমি দেওয়া ঠিক হয়েছে ৷"

রাজ্য সরকার 2019 সালের চা পর্যটন ও সহযোগী ব্যবসা নীতির উপর বিশেষ জোর দিচ্ছে ৷ এই কারণে বাণিজ্যিক উদ্দেশ্যে জমির পরিমাণ বাড়িয়ে চা বাগান-সহ সর্বোচ্চ 150 একর জমি কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ আগামীতে রিসর্ট, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ও নার্সিং কলেজ, হাসপাতাল, সাংস্কৃতিক-বিনোদন ও প্রদর্শনী কেন্দ্র, উদ্যানপালন, ফুল চাষ, ভেষজ গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, প্যাকেজিং ইউনিট গড়ে তোলার অনুমোদন দেওয়া হবে ৷

উত্তরবঙ্গে টি-রিসর্ট ছাড়াও রাজ্যে ইথানল উৎপাদনের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ৷ মালদার গাজোলে ইথানল উৎপাদন হবে ৷ তার জন্য 28.15 একর সরকারি জমি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে ৷ জেএসআর গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেডকে 99 বছরের জন্য জমি লিজে দেওয়া হবে ৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে এবং তা ক্রমশ বাড়ছে ৷ এই দূষণ কমানোর বিকল্প চিন্তাভাবনা চলছে ৷ পেট্রল ও ডিজেলের সঙ্গে ইথানল মেশানো হবে ৷ তাতে দূষণ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: কলকাতা পুলিশ-সহ একাধিক বিভাগে নিয়োগ, অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার পশ্চিমবঙ্গে ইথানল উৎপাদন ইউনিটগুলিকে উন্নত করতে উদ্যোগী হয়েছে ৷ সম্ভাব্য বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য বিদ্যুৎ শুল্ক মকুব, স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, জমির রেকর্ড মিউটেশনের জন্য ফি ছাড় দেওয়া হয়েছে ৷ পাশাপাশি রাজ্য সরকারও আর্থিক সাহায্য করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.