ETV Bharat / state

Water Crisis : ডিভিসির ছাড়া জল মিশেছে গঙ্গায়, পরিশ্রুত পানীয় পেতে আরও 3 দিন

author img

By

Published : Oct 5, 2021, 9:26 AM IST

সম্প্রতি ডিভিসির বিপুল পরিমাণ জল ছেড়েছে ৷ প্রবল জলোচ্ছ্বাসের ফলে গঙ্গার তলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা পলি, কাদা ভেসে উঠে ৷ সেই সংগৃহীত জল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পরিশ্রুত করে প্রয়োজন অনুযায়ী জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না এখুনি ৷ এর জন্য আরও 2-3 দিন সময় লাগবে ৷

জল নেই শহরে
জল নেই শহরে

কলকাতা, 5 অক্টোবর : পানীয় জলের সংকট চলবে শহরের বিস্তীর্ণ এলাকায় । পরিশ্রুত পানীয় জল পেতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । রবিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় জলের কল থেকে পলিমাটি যুক্ত ঘোলা জল বেরতে শুরু করে । স্বভাবতই বিপদে পড়েন বহু মানুষ ৷

ফিরহাদ হাকিম জানিয়েছেন, গতকাল সন্ধেয় জলের যে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে, সেই অনুযায়ী জলে পলির পরিমাণ ক্রমশ কমছে ৷ ডিভিসি নতুন করে জল না ছাড়লে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে । তারপর ফের আগের মতো পরিশ্রুত পানীয় জল পাওয়া যাবে । পরিস্থিতির উপর কলকাতা পৌরনিগম-সহ রাজ্য সরকার নজরদারি রাখছে । তবে এই জল শরীরের পক্ষে ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন পুরপ্রশাসক । ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলোতে সংগৃহীত জলের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, এতে শরীরের কোনও ক্ষতির সম্ভাবনা নেই । এই মুহূর্তে প্লান্টগুলোয় পরিশুদ্ধ পানীয় জল 50% কম উৎপাদন হচ্ছে ।

এই বিপত্তির জন্য ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি জানিয়েছেন, ডিভিসির বিপুল পরিমাণে ছাড়া জল গঙ্গার জলের সঙ্গে মিশে গিয়েছে ৷ জলের স্রোত হঠাৎ বাড়লে নিচে থিতিয়ে থাকা পলিমাটি কাদা উপরে উঠে আসে । এবার প্রবল জলোচ্ছ্বাসে অনেক বেশি পরিমাণে জল নদীতে আসায় দীর্ঘদিন ধরে নদীর একেবারে তলায় জমে থাকা পলি, কাদা উপরে উঠে ভেসে উঠেছে ।

আরও পড়ুন : KMC: ডিভিসির ছাড়া জলে শহরের বড় অংশে দূষিত পানীয় জল, আতঙ্কে বাসিন্দারা

জলে পলির পরিমাণ বেশি হওয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলি যখন জল টানছে, তখনই পলি, কাদা মিশ্রিত জল চলে আসছে প্লান্টে । গঙ্গা থেকে জল নেওয়ার পর প্লান্টগুলিতে পলি থিতিয়ে নিয়ে ট্রিটমেন্ট করা হয় । কিন্তু এবার পলিমাটির পরিমাণ এত বেশি যে, তা থিতিয়ে জল ট্রিটমেন্ট করা যাচ্ছে না । তাই শুধুমাত্র উপরের স্তরে থেকে সামান্য জল নিয়ে সেই জল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পরিশ্রুত করা হচ্ছে । এতে জল ঘোলা থাকছে ৷ প্রতিদিন যে পরিমাণ পরিশ্রুত জলের প্রয়োজন, তার থেকে অনেক কম পরিমাণ জলকে বিশুদ্ধ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য পৌরপ্রশাসক ।

তিনি জানান, শহরে এখন অল্প অল্প করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং জলের প্রেশারও কম রাখা হয়েছে । গঙ্গার জলে পলি কাদামাটির পরিমাণ বেশি থাকায় তা বাদ দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল সংগ্রহ করা যাচ্ছে না ৷ শুধু কলকাতা নয়, গঙ্গা থেকে যেসব এলাকায় পানীয় জল সংগ্রহ করা হয় সেই সব এলাকায় একই সমস্যা দেখা দিয়েছে । কেএমডিএ-এর পাম্প, পিএইচই পাম্প, কেএমসি সব সংস্থাগুলি এতে সংকটে পড়েছে । কলকাতার পাশাপাশি পলতা, গার্ডেনরিচ, উত্তরপাড়া, নৈহাটি, এইসব এলাকাগুলিতে একই সমস্যা তৈরি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.