ETV Bharat / state

Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও 2

author img

By

Published : Jun 29, 2021, 10:47 AM IST

Updated : Jun 29, 2021, 12:53 PM IST

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার দেবাঞ্জনের আরও দুই শাগরেদকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে শরৎ পাত্র ভুয়ো ক্যাম্পে ভুয়ো টিকা দিত ৷ সেকথা জেরায় সে স্বীকার করে নিয়েছে ৷ আর কাঞ্চন কসবার অফিসে বসত।

fake vaccination
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও 2

কলকাতা, 29 জুন : কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও দুই জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়োন্দারা । ধৃতদের নাম শরৎ পাত্র ও কাঞ্চন দেব । কাঞ্চন দেবাঞ্জনের দূর সম্পর্কের আত্মীয় । কাঞ্চন জানিয়েছে, দেবাঞ্জন তাকেও প্রতারণা করেছিল ৷


যতদিন যাচ্ছে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও নতুন নতুন তথ্য উঠে আসছে ৷ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার দেবাঞ্জনের আরও দুই শাগরেদকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে শরৎ পাত্র ভুয়ো ক্যাম্পে ভুয়ো টিকা দিত ৷ সে-কথা জেরায় সে স্বীকার করে নিয়েছে ৷ আর কাঞ্চন কসবার অফিসে বসত। দেবাঞ্জনকে জেরার পর এই দুই ব্যক্তির নাম পান গোয়েন্দারা । পরে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ।

আরও পড়ুন, সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?

তদন্তে জানা গিয়েছে, দেবাঞ্জন নিজেই একটি নির্বাচন ডাকে । তার নাম ওয়েস্ট বেঙ্গল এমপ্লই ফেডারেশন ইলেক্সন ৷ সেই ভোটে দেবাঞ্জনের কর্মীরাই ভোট দিয়েছিল ৷ পরে দেবাঞ্জন নিজেই নিজেকে জয়ী বলে ঘোষণা করে । গোয়েন্দারা খতিয়ে দেখবেন যে ধৃত সরোত আদেও টিকা দেওয়ার কাজে প্রশিক্ষিত ছিল কি না ৷ পাশাপাশি কাঞ্চন দেব জানত, দেবাঞ্জন রাজ্য সরকারের আমলা নয় । কাঞ্চন পুলিশকে জানায়, সে নিজেও দেবাঞ্জনের থেকে প্রতারিত হয়েছিল । কিন্তু কীভাবে প্রতারিত হয়েছিল ? প্রতারিত হওয়ার পরও দেবাঞ্জনের সঙ্গে কাজ করছিল কেন ? কোনও বিষয়ই স্পষ্ট নয় ৷ তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ জেরায় আরও তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন, Fake IAS : অর্থনৈতিক অধোগতি এবং শাসকের পরোক্ষ সহায়তা জন্ম দেয় দেবাঞ্জনদের, মত বিশেষজ্ঞদের

কয়েকদিন আগেই সাংসদ-অভিনেত্রী মিমির অভিযোগের ভিত্তিতে ভ্যাকসিন কেলেঙ্কারি সামনে আসে ৷ সামনে আসে দেবাঞ্জন দেবের নামও ৷ তাকে গ্রেফতারের পর থেকে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে ভুয়ো আইএএস-সহ একাধিক তথ্য উঠে আসছে ৷

Last Updated : Jun 29, 2021, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.