ETV Bharat / state

ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় 'মিগজাউম'ই বা কোন পথে; কী বলছে হাওয়া অফিস

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 7:44 AM IST

West Bengal Weather Update: দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর ৷ তবে এখনই স্পষ্ট নয় যে, তার প্রভাব বাংলায় পড়বে কি না ৷

Etv Bharat
আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা, 29 নভেম্বর: ঘূর্ণিঝড়ের চোখরাঙানির সম্ভাবনা । ফলস্বরূপ শীতের শিরশিরানিতে টান পড়তে পারে । ইতিমধ্যেই তার ইঙ্গিত আবহাওয়ায় মিলছে । রোদ ঝলমলে দিন । উত্তুরে ঠান্ডা হাওয়ার বদলে মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে । ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোনদিকে, তা এখনও জানায়নি আবহাওয়া অফিস ৷

তবে তারা এটুকু জানিয়েছেন যে, দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপটি ঘনীভূত হতে চলেছে । তারপর তা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে উপস্থিত হবে । এরপর শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । এরপর গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিমে সরে যাবে ৷ 1 ডিসেম্বর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে 'মিগজাউম' । যে নামকরণটি করেছে দিয়েছে মায়ানমার । ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে সরতে পারে ।

6 ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলা এবং ওড়িশার উপকূলে পৌঁছতে পারে । তবে সেই সম্ভাবনা কতটা বাস্তব হবে, তা নিয়ে সন্দিহান আবহবিদরা । কয়েকদিন আগে যেমন ঘূর্ণিঝড় বঙ্গ উপকূল থেকে বাংলাদেশের দিকে চলে গিয়েছিল । তাই ঘূর্ণিঝড়ের শঙ্কা নিয়ে বলার চেয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে চাইছে হাওয়া অফিস। গত কয়েকদিনের তুলনায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডার শিরশিরানি কমেছে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে । দিনের বেলা অল্প হলেও ঘাম হচ্ছে । রাতে কিংবা ভোরের দিকে ফ্যান চালালে সেভাবে অসুবিধা হচ্ছে না ।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণ নিম্নচাপের পরোক্ষ প্রভাব বলে মনে করা হচ্ছে । শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, হিমালয়ের পার্বত্য অঞ্চলেও গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরের দিকে রয়েছে । মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

1 কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি সিংহের, বাকিদের কেমন কাটবে জেনে নিন রাশিফলে

2 আঁধার পেরিয়ে আলোয় 41 নির্মাণ শ্রমিক; 17 দিনের উৎকণ্ঠার অবসান, টাইমলাইনে ফিরে দেখা সিল্কিয়ারার উদ্ধার পর্ব

3 সিল্কিয়ারা টানেল থেকে বেরিয়েছেন ছেলে, মানিকের উদ্ধারের খবরে খুশির হাওয়া কোচবিহারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.