ETV Bharat / state

Tripura Government Advertisement Controversy: বিজেপির সরকার কপি করার মাস্টার, কটাক্ষ তৃণমূলের

author img

By

Published : Dec 11, 2021, 11:01 PM IST

ত্রিপুরা সরকারের বিজ্ঞাপন বিতর্কে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের (tmc leaders criticise bjp on tripura government advertisement controversy)

Tripura Government Advertisement
বিজেপির সরকার কপি করতে মাস্টার, কটাক্ষ তৃণমূলের

কলকাতা, 11 ডিসেম্বর : 2021 বিধানসভা নির্বাচনে ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখিয়ে রাজ্যে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বিজেপি। ফল হয়েছে শোচনীয় ৷ বিজেপির অবশ্য দাবি উত্তরপ্রদেশ, ত্রিপুরা, অসম, উত্তরাখণ্ড-সহ দেশের অন্যান্য রাজ্যে তাদের ডবল ইঞ্জিন সরকারই চলছে ৷ উন্নয়ন এগোচ্ছে তরতর করে ৷ কিন্তু সময় যতই যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের ডবল ইঞ্জিন সরকারের বিরম্বনা বাড়ছে। আর যার সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের, তৃণমূল সরকারের ৷

বারবার দেখা যাচ্ছে এই রাজ্যের উন্নয়নের নানা ছবি তুলে ধরে নিজেদের প্রচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি ৷ এর আগে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রচার করতে গিয়ে এরাজ্যের মা উড়ালপুলের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছিল যোগী আদিত্যনাথ প্রশাসনের বিরুদ্ধে ৷ শনিবার এরসঙ্গে যুক্ত হয়েছে বিপ্লব দেবের ত্রিপুরার নাম ৷ ফলে ফের মুখ পুড়েছে বিজেপির ৷ ত্রিপুরা পরিবহণ দফতরের প্রচারে উঠে এসেছে কলকাতার শিয়ালদা উড়ালপুল, বাস ও ট্রাম লাইনের ছবি ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা (tmc leaders criticise bjp on tripura government advertisement controversy) ৷

রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেন, "বিজেপি'র ডবল ইঞ্জিন সরকার হলেও মানুষকে তারা উন্নয়নের স্বাদ দিতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা নকল করছে। উন্নয়ন করতে না পারলেও তারা কপি করতে মাস্টার। তাই কখনও মা ফ্লাইওভার আবার কখনও কলকাতার অন্যান্য জিনিসকে নিয়ে গিয়ে তাদের বলে প্রচার করছে। সত্যিই তো বাংলায় অনেক কিছু দেখার জিনিস আছে, বিজেপির উচিত বাস্তব স্বীকার করা। মানুষকে বলা যে, ওরা কাজ করেছে আমরা সেগুলো অনুসরণ করতে চাইছি। "

আরও পড়ুন : ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুল, বিতর্কের জেরে সরানো হল ছবি

একইভাবে সমালোচনার সুর শোনা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুস্মিতা দেবের গলাতেও। তিনি বলেন,"বিপ্লব দেব সরকার কতটা নিষ্কর্মা ত্রিপুরার মানুষের কাছে আরও একবার তা প্রমাণ হয়ে গেল। ত্রিপুরা বিজেপি শাসনে উন্নয়নের মানচিত্র থেকে বাইরে রয়েছে। শুধু হিংসার রাজত্ব চলছে এখানে। তাই ভোটের আগে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নকেই তুলে ধরতে হচ্ছে।" তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "বিজেপির নিজস্ব কিছু নেই৷ তাই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার ছবি ব্যবহার করতে হচ্ছে। প্রথমে উত্তরপ্রদেশ সরকার বাংলার মা উড়ালপুলকে যোগী সরকারের উন্নয়ন বলে দেখিয়ে দিল। আবার আমাদের উড়ালপুল নিজেদের বলে দেখিয়ে দিল উত্তরাখণ্ড সরকার। এখন আবার ত্রিপুরা সরকার বলছে শিয়ালদা-সহ ওই এলাকায় উন্নয়নের ছবিটা তাদের।"

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিকও। তিনি বলেন, "এই বিজেপি সরকার গত পাঁচ বছর ধরে মানুষের কাজ করেনি। আর সে কারণেই তাদের অন্যের ছবি চুরি করে ব্যবহার করতে হচ্ছে।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.