ETV Bharat / state

Tathagata Roy's Jibe at BJP: ত্রিপুরায় তৃণমূলের সক্রিয়তার উদাহরণ টেনে বঙ্গ বিজেপিকে ফের কটাক্ষ তথাগতর

author img

By

Published : Nov 23, 2021, 1:09 PM IST

Tathagata Roy slams West Bengal BJP for not making enough noise like that of TMC in Tripura
ত্রিপুরা নিয়ে বিজেপি নেতৃত্বকে নিশানা তথাগতর ।

বঙ্গ বিজেপিকে ‘বিদায়’ জানিয়েও ফের রাজ্য নেতৃত্বকে কটাক্ষ তথাগত রায়ের (Tathagata Roy Slams WB BJP) । ত্রিপুরায় (Tripura Political Tension) তৃণমূল যে ভাবে হাঁকডাক জুড়ে দিয়েছে, বাংলায় শতাধিক কর্মীর মৃত্যুতে বিজেপি নেতৃত্ব তা করে উঠতে পারেনি ।

কলকাতা, 23 নভেম্বর: দিন কয়েক আগেই ‘বিদায়’ জানিয়েছিলেন বঙ্গ বিজেপিকে (West Bengal BJP) ৷ তাই বলে বঙ্গ বিজেপির সমালোচনা থেকে আপাতত বিরত থাকার কোনও ইঙ্গিতই দিচ্ছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Meghalaya Governor Tathagata Roy) ৷ ত্রিপুরার (Tripura Political Tension) প্রসঙ্গ টেনে এবার রাজ্য নেতৃত্বকে খোঁচা দিলেন তিনি ৷ তাঁর সাফ বক্তব্য, ত্রিপুরায় একজন কর্মীও মারা যায়নি তৃণমূলের ৷ অথচ তা নিয়ে বিস্তর হাঁকডাক চলছে ৷ কিন্তু বাংলায় 123 জন কর্মী মারা (BJP Workers' Death in Bengal) গেলেও, তার গুরুত্বই উপলব্ধি করতে পারেননি দলের রাজ্য নেতৃত্ব ৷

যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি (Saayoni Ghosh's Arrest), দলের কর্মীদের উপর দফায় দফায় হামলার অভিযোগ ঘিরে এই মুহূর্তে উত্তাল ত্রিপুরার রাজনীতি ৷ সোমবার রাতেও সেখানে এক তৃণমূল নেতার বাড়িতে গুলি চলেছে বলে অভিযোগ সামনে এসেছে ৷ এমন পরিস্থিতিতে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের (Biplab Deb Government) বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ দিল্লিতেও তার আঁচ কার্যত বয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ত্রিপুরা এবং বাংলার তুলনা টেনে টুইটারে সরব হন তথাগত ৷ তিনি লেখেন, ‘বাংলায় বিজেপির 123 জন জন কর্মী মারা গিয়েছেন ৷ ত্রিপুরায় এখনও পর্যন্ত নিহত তৃণমূল কর্মীর সংখ্যা শূন্য ৷ কিন্তু মমতা-সহ তৃণমূলের গগনভেদী তর্জন-গর্জন দেখুন ৷ এতেই বোঝা যায় যে, উপলব্ধি থাকাটা খুব জরুরি ৷ গলাবাজিতেও অনেক কিছু করতে পারে ৷’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব তথাগত ৷ এনিয়ে দলের অন্দরেই রোষের মুখে তিনি ৷ খুব সমস্যা হলে তথাগত দল ছেড়ে চলে যেতেই পারেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ সেই পরিস্থিতিতে সম্প্রতি বঙ্গ বিজেপিকে বিদায় জানান তথাগত ৷ তাই বাংলায় গেরুয়া শিবিরকে নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না বলেই ধরে নিয়েছিলেন অনেকে ৷ কিন্তু ত্রিপুরার ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে তুলনা টেনে ফের বুঝিয়ে দিলেন তথাগত যে, তাঁর আক্রমণের ধার অব্যাহতই থাকবে ৷

আরও পড়ুন: Locket Chatterjee on Tripura TMC : ত্রিপুরায় খেলা হবে না, বিকাশ হবে ; দাবি লকেটের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.