ETV Bharat / state

Suvendu on Panchayat Poll: পুলিশের পোশাকে সিভিক ভলান্টিয়াররা থাকবেন পঞ্চায়েত ভোটে, অভিযোগ শুভেন্দুর

author img

By

Published : Jun 10, 2023, 1:28 PM IST

Updated : Jun 10, 2023, 1:55 PM IST

আগামী 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ৷ গত বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ বিরোধীরা একের পর এক অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে ৷ এবার সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu on Panchayat Poll
Suvendu on Panchayat Poll

কলকাতা, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হবে, শনিবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, স্বরাষ্ট্র দফতরের একটি সূত্র থেকে তিনি এই খবর পেয়েছেন ৷ ওই সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারদের ৷ এ দিন সকালে টুইট করে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেদিনই রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কাছে ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে প্রশ্ন এসেছিল ৷ পরে বিরোধীরা অভিযোগও করে যে সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করার পরিকল্পনা করছে রাজ্য সরকার ৷ এই বিষয়টি আদালতে দায়ের হওয়া মামলাতেও উত্থাপিত হয়েছে ৷

  • Our Sources confirm that the Home Dept is planning to deploy Civic Volunteers posing as Police personnel, by making them wear uniforms resembling the ones worn by the Police.
    The Civic Volunteers would be interchanged between districts; especially in the "sensitive" districts -… pic.twitter.com/cm6y81XDQl

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার স্বয়ং বিরোধী দলনেতা এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ৷ পুলিশের পোশাক পরিয়ে ওই সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে বলে তো তিনি অভিযোগ করেইছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, এক জেলার সিভিক ভলান্টিয়ারদের অন্য জেলায় ব্যবহার করা হবে ৷ বিশেষ করে সংবেদনশীল জেলা - যেমন জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও বীরভূম এই কৌশল নেওয়া হবে ৷ এক জেলার সিভিক ভলান্টিয়ার অন্য জেলায় গেলে তাঁদের চিহ্নিত করা যাবে না, সেই কারণেই এই কৌশল নেওয়া হবে বলে তাঁর অভিযোগ ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী চায় কংগ্রেস, তৃণমূলের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ সুকান্তর

একই সঙ্গে শুভেন্দুর দাবি, ভোটের সময় বুথ পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের ঘাটতি এই ভাবে পূরণ করতে রাজ্য সরকার । তাছাড়া সংবেদনশীল জেলাগুলিতে বিরোধীদের আটকানোর প্রয়োজনীয়তা তৃণমূলের কাছে খুবই জরুরি ৷ সেই কাজেই সিভিকদের ব্যবহার করা হবে ৷

তবে এর বিরুদ্ধে তিনি প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন ৷ তাঁর দাবি, ‘‘আমরা এবার আমাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছি । আমাদের ডাটাবেসে সিভিক ভলান্টিয়ারদের বিবরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ৷ যেমন, তাঁদের পরিচয় এবং কোথায় পোস্টিং করা হয়েছে তাঁদের । কোনও প্রতারণা বা প্রতারণার চেষ্টা করা হলে, যথাযথভাবে তার মোকাবিলা করা হবে ।’’

তিনি জানিয়েছেন, এমন চেষ্টা হলে, তাঁরা প্রমাণ সংগ্রহ করবেন ৷ আর পরে তা কলকাতা হাইকোর্টের কাছে জমা দেওয়া হবে ৷ সিভিক ভলান্টিয়ার নিয়ে আদালতের যে নির্দেশ রয়েছে, তা উপেক্ষা করা হচ্ছে বলেও আদালতের কাছে অভিযোগ করা হবে ৷

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনই প্রস্তুত নয়', কটাক্ষ সেলিমের

Last Updated : Jun 10, 2023, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.