ETV Bharat / state

Suvendu Sues Mukul: কোন দলে মুকুল! ফের হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর

author img

By

Published : Mar 13, 2023, 1:31 PM IST

Updated : Mar 13, 2023, 2:55 PM IST

মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান (Mukul Roy Anti Defection Issue) জানতে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ৷

Suvendu Sues Mukul
Suvendu Sues Mukul

মুকুল রায়ের বিরুদ্ধে মামলা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য

কলকাতা, 13 মার্চ: কোন দলে রয়েছেন মুকুল রায় (Mukul Roy) ? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সোমবার শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি জানান, সুপ্রিম কোর্ট (Supreme Court) বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দিলেও বিধানসভার স্পিকার রায় দিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই (BJP) আছেন ।

তাই এই নিয়ে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় ৷ প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে । ফলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly Speaker Biman Banerjee) সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল । মামলাকারী হিসেবে শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাস্যকরভাবে বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকার নিষ্পত্তি করতে চাইছেন না ।

উল্লেখ্য, মুকুল রায় তৃণমূলে যোগদানের পর শাসক দল তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয় । প্রথা অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন বিরোধী দলের কোনও সদস্য । এর বিরুদ্ধে বিধানসভার অন্দরে ও বিধানসভার বাইরে রাজনৈতিক ভাবে এর বিরোধিতা করেছিল রাজ্য বিজেপি । কিন্তু কিছু ফল না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

হাইকোর্ট একাধিকবার বিষয়টি বিধানসভার ভিতরের বিষয় বলে স্পিকারকেই এই বিষয়টি শুনে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু স্পিকার জানান, নথি অনুযায়ী মুকুল রায় বিজেপিতেই রয়েছেন । বাধ্য হয়ে বিজেপির তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয় । সুপ্রিম কোর্ট নির্দেশে জানায় যে হাইকোর্টকেই বিষয়টি বিস্তারিত শুনে নিষ্পত্তি করতে হবে ।

শীর্ষ আদালতের নির্দেশ মতো হাইকোর্ট ফের স্পিকারকেই বিষয়টি শুনে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছিল । কারণ, মুকুল রায়ের বিজেপিতে যোগাদানের ইলেকট্রনিক এভিডেন্স ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি । সেই জন্য হাইকোর্ট স্পিকারকেই বিষয়টি শুনে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল । বিধানসভার স্পিকার বিষয়টি শুনে মুকুল রায় বিজেপিতে রয়েছেন বলেই নির্দেশ দেন ।

তার পর সোমবার আবার এই নিয়ে মামলা দায়ের হল ৷ এখন দেখার এবার হাইকোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় !

আরও পড়ুন: খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

Last Updated : Mar 13, 2023, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.