ETV Bharat / state

Suvendu on Manipur Issue: বিচারাধীন বিষয় মণিপুর নিয়ে কেন আলোচনা, বিধানসভায় প্রশ্ন শুভেন্দুর

author img

By

Published : Jul 25, 2023, 8:08 PM IST

Suvendu Adhikari on Manipur Issue: পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা হবে মণিপুর ইস্যু নিয়ে ৷ কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা এমন একটি বিষয় নিয়ে কীভাবে আলোচনা হতে পারে, মঙ্গলবার সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যদিও তৃণমূলের বক্তব্য, সংসদে আলোচনা হলে বিধানসভায় কেন আলোচনা করা যাবে না ?

Suvendu on Manipur Issue
Suvendu on Manipur Issue

কলকাতা, 25 জুলাই: বিভিন্ন সময় বিরোধীদের তোলা বিষয়গুলিকে বিচারাধীন বিষয় বলে আলোচনার থেকে বাদ দেওয়া হয় । এবার শাসকের তোলা আলোচনার বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যেহেতু মণিপুরের বিষয়টি এই মুহূর্তে আদালতে বিচারাধীন । তাই বিচারাধীন বিষয় কীভাবে বিধানসভা কক্ষে আলোচনা হতে পারে, এদিন প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ।

বিরোধী দলনেতার বক্তব্য, মণিপুর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন । এই নিয়ে রাজ্য বিধানসভায় যদি আলোচনা হয় । আগামিদিনে অন্যান্য বিষয়গুলি নিয়েও বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে আলোচনা চাওয়া হতে পারে । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যদি মণিপুর নিয়ে আলোচনা হয় রাজ্য বিধানসভায় ৷ তাহলে দলের মহিলা বিধায়করাই সেই আলোচনায় অংশগ্রহণ করবেন ।

এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা শাসকদলের মুখপাত্র তাপস রায় । তিনি বলেন, ‘‘এসব নিয়ে বলতে গেলে বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে আসতে হয় । সেখানে যাব না ৷ আর দেশের সামনে বলব, সেটা সঠিক পদ্ধতি হতে পারে না । মণিপুর নিয়ে আলোচনা তো সংসদেও হচ্ছে ।’’

তাপস রায় আরও বলেন, ‘‘মণিপুরের মতো ভয়ংকর বিষয় সাম্প্রতিককালে ভারতবর্ষে ঘটেনি । আমরা যে রাজনৈতিক দলের কর্মীই হই না কেন, মণিপুর নিয়ে আলোচনা হবে না বললে আমাদের গরিমায় আঘাত আসে । মণিপুর নিয়ে আলোচনা হবেই । মণিপুরে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা শিহরিত হচ্ছি । মণিপুর নিয়ে যে ছবি প্রকাশ্যে আসছে, তা দেখা যাচ্ছে না । এটা নিয়ে আলোচনা হবে না ?’’

অন্যদিকে, মঙ্গলবার ধূপগুড়ির বিধায়ক বিজেপির বিষ্ণুপদ রায়ের প্রয়াণে মুলতুবি হয়ে যায় রাজ্য বিধানসভার অধিবেশন । এই দিনই বিজেপি পরিষদীয় দল আলোচনায় বসে চলতি অধিবেশনে তাদের আলোচনার বিষয়বস্তু কী হতে চলেছে, তা নিয়ে ।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবারের বিধানসভা অধিবেশনে নারী নির্যাতন তাদের আলোচনার বিষয়ে মধ্যে অবশ্যই থাকবে । একই সঙ্গে থাকবে আইনশৃঙ্খলার প্রসঙ্গ, কর্মসংস্থানহীনতা ৷ বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপ নিয়ে আলোচনা চাওয়া হবে । অধ্যক্ষ বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ দিলে ভালো, না হলে প্রতিবাদ হবে ।

আরও পড়ুন: মণিপুরে হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার সিদ্ধান্ত

এ দিন তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবার রাজ্য বিধানসভায় সংসদীয় রীতিনীতি মেনে বিরোধিতা চালিয়ে যাবে বিজেপি । বিধানসভা অচল করে প্রতিবাদের পথে হাঁটবে না রাজ্যের প্রধান বিরোধী দল । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, নারী নির্যাতন নিয়ে বিজেপি পরিষদীয় দলের মহিলা সদস্যরা আগামিকাল বুধবার মুলতুবি প্রস্তাব জমা করবে । আর আইনশৃংখলা নিয়ে আগামী পরশুদিন, বৃহস্পতিবার বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে মুলতুবি প্রস্তাব জমা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.