ETV Bharat / state

TAVI Government Hospital: টাভি পদ্ধতিতে হৃদযন্ত্রের চিকিৎসায় নজির এসএসকেএমের, প্রাণ ফিরে পেলেন 81 বছরের বৃদ্ধা

author img

By

Published : Jun 5, 2023, 9:53 PM IST

কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম জটিল অস্ত্রপচার করে নজির গড়ল ৷

TAVI Government Hospital News
সরকারি হাসপাতালের প্রথম হল টাভি

কলকাতা, 5 জুন: সরকারি হাসপাতাল ঘিরে কথা উঠলে প্রথমেই আসে তার সুচিকিৎসার কথা। এবারেও তার অন্যথা নয় । এতদিন সব থেকে রোগী দেখার রেকর্ড ছিল এসএসকেএম হাসপাতালের । এবারে রোগী দেখার পাশাপাশি অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করতেও দেখা গেল । তার সাহায্যে জটিল অস্ত্রপচার করে নজির গড়ল কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম । সিওপিডিতে আক্রান্ত দীপালি রায় নামে 81 বছরের এক বৃদ্ধার বুক না-কেটে টাভির পদ্ধতিতে চিকিৎসা করল পিজি । হার্টের চিকিৎসায় অত্যন্ত খরচসাপেক্ষ পদ্ধতি হল টাভি (ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট)।

কোনও রোগীর মহা ধমনি ও হার্টের বাম নিলয়ের মধ্যবর্তী ভালভে স্টেনোসিস হয় এবং সংকুচিত হয়ে যায় তখন চিকিৎসার জন্য খোলা থাকে দু'টি মাত্র পথ । তার মধ্যে একটি হল ভালভ প্রতিস্থাপন, দ্বিতীয় রাস্তাটি হল টাভি । কিন্তু দীপালিদেবীর ক্ষেত্রে তাঁর বয়স, কোমরবিডিটি ইত্যাদি কারণে প্রতিস্থাপন ছিল অত্যন্ত ঝুঁকির । ফলে একমাত্র উপায় টাভি । কিন্তু তা করতেও বেশ সমস্যা । তারমধ্যে অন্যতম কারণ হল খরচ । এক্ষেত্রে দেশীয় ভালভটির দাম 10 লাখ টাকারও বেশি । বিদেশি ভালভ হলে খরচ তার দ্বিগুণ । কলকাতার বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে টাভি করতে কমবেশি 15 থেকে 30 লাখ খরচ । ভিন রাজ্যে এই খরচ আরও বেশি । আর যদি চিকিৎসা না হয় তাহলে কয়েক মাসের মধ্যে যে কোনও সময় মৃত্যু হতে পারে রোগীর । কারণ ভালভটির কার্যকারিতা একেবারে কমে যাওয়ায় শরীরে বিশুদ্ধ রক্তের প্রবাহও কমে যায় । রোগী মৃত্যুর দিকে এগোতে থাকেন ।

এক্ষেত্রেও প্রথমে বেলুন দিয়ে ভালভ ফুলিয়েও লাভ হয়নি দীপালিদেবীর । উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টির মতোই টাভিতে কুচকি দিয়ে ক্যাথিটার ঢোকানো হয় । অ্যাঞ্জিওপ্লাস্টিতে পাঠানো হয় স্টেন্ট, টাভিতে পাঠানো হয় ভালভ । 27 মে পিজির হৃদরোগ বিভাগের প্রধান ডাঃ শঙ্করচন্দ্র মণ্ডল ও সহযোগী অধ্যাপক ডাঃ অসিত দাস সম্মিলিতভাবে মাত্র 40 মিনিটে টাভি শেষ করেন । মঙ্গলবার ডাঃ মণ্ডল বলেন, "পূর্ব ভারতে সরকারিক্ষেত্রে প্রথম টাভি হল । রোগিনী ভালো আছেন । বেসরকারি এই চিকিৎসা হয় । তবে বিনামূল্যে সরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার প্রথম ।"

আরও পড়ুন: গরমে শশা হজমে সাহায্য করে, খাওয়ার সঠিক সময় জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.