ETV Bharat / state

"উৎকর্ষ বাংলা" প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ

author img

By

Published : Oct 30, 2020, 6:00 AM IST

পশ্চিমবঙ্গ সোশাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের 162টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার আবেদনের শেষ তারিখ 13.11.2020 । "উৎকর্ষ বাংলা" প্রকল্পের আওতায় জেলাভিত্তিক নিয়োগ করা হবে ।

Utkarsh Bangla scheme
উৎকর্ষ বাংলা প্রকল্প

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার(DPM), সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার(SDPM), প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর(PADEO) এবং ব্লক লেভেল স্টাফ(BLS)-এর মোট 162টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছে পশ্চিমবঙ্গ সোশাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট(PBSSD) । এই পদগুলি জেলা স্তরের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় । আবেদনকারীদের একবছরের চুক্তিসাপেক্ষে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ সোশাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.pbssd.gov.in -এ আবেদন করতে পারবেন ।

1. ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার(DPM)

শূন্যপদ : 2টি

জেলাভিত্তিক শূন্যপদ :

  • পূর্ব মেদিনীপুর : 1টি
  • উত্তর দিনাজপুর : 1টি

শিক্ষাগত যোগ্যতা : i) অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।

ii) মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞা থাকতে হবে এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে দক্ষ হতে হবে ।

iii) বাংলা এবং ইংরেজিতে ভালো বলতে এবং লিখতে জানতে হবে ।

অভিজ্ঞতা : টিম সামলানোর এবং ন্যূনতম দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা : 01.12.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 44 ও সর্বনিম্ন বয়স 23 হতে হবে ।

বেতন কাঠামো : 25,000 টাকা প্রতি মাসে ।

2. সাব-ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার(SDPM)

শূন্যপদ : 2টি

জেলাভিত্তিক শূন্যপদ :

  • বাঁকুড়া : 1টি
  • বীরভূম : 1টি

শিক্ষাগত যোগ্যতা : i) অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।

ii) মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে দক্ষ হতে হবে ।

iii) বাংলা এবং ইংরেজিতে ভালো বলতে এবং লিখতে জানতে হবে ।

অভিজ্ঞতা : টিম সামলানোর এবং ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা : 01.12.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 44 ও সর্বনিম্ন বয়স 23 হতে হবে ।

বেতন কাঠামো : 20,000 টাকা প্রতি মাসে ।

3. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর(PADEO)

শূন্যপদ : 44টি

জেলাভিত্তিক শূন্যপদ :

  • উত্তর 24 পরগনা : 2টি
  • দক্ষিণ 24 পরগনা : 2টি
  • বাঁকুড়া : 3টি
  • বীরভূম : 3টি
  • কোচবিহার : 3টি
  • দক্ষিণ দিনাজপুর : 1টি
  • দার্জিলিং : 4টি
  • হুগলি : 3টি
  • হাওড়া : 1টি
  • জলপাইগুড়ি : 2টি
  • কালিম্পং : 1টি
  • কলকাতা : 1টি
  • মালদা : 2টি
  • মুর্শিদাবাদ : 3টি
  • নদিয়া : 2টি
  • পশ্চিম বর্ধমান : 2টি
  • পশ্চিম মেদিনীপুর : 3টি
  • পূর্ব বর্ধমান : 2টি
  • পূর্ব মেদিনীপুর : 1টি
  • পুরুলিয়া : 2টি
  • উত্তর দিনাজপুর : 1টি

শিক্ষাগত যোগ্যতা : i) কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক(BCA)/ স্নাতকোত্তর(MCA) করে থাকতে হবে ।

ii) মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞা থাকতে হবে এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে দক্ষ হতে হবে ।

iii) বাংলা এবং ইংরেজিতে ভালো বলতে এবং লিখতে জানতে হবে ।

iv) প্রতি মিনিটে টাইপিং স্পিড 30 হতে হবে ।

বয়সসীমা : 01.12.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 44 ও সর্বনিম্ন বয়স 23 হতে হবে ।

বেতন কাঠামো : 11,000 টাকা প্রতি মাসে ।

4. ব্লক লেভেল স্টাফ(BLS)

শূন্যপদ : 114টি

জেলাভিত্তিক শূন্যপদ :

  • উত্তর 24 পরগনা : 13টি
  • দক্ষিণ 24 পরগনা : 18টি
  • আলিপুরদুয়ার : 3টি
  • বাঁকুড়া : 2টি
  • বীরভূম : 10টি
  • দক্ষিণ দিনাজপুর : 4টি
  • দার্জিলিং : 8টি
  • হুগলি : 2টি
  • হাওড়া : 11টি
  • জলপাইগুড়ি : 5টি
  • ঝাড়গ্রাম : 5টি
  • কালিম্পং : 2টি
  • মালদা : 1টি
  • মুর্শিদাবাদ : 1টি
  • নদিয়া : 8টি
  • পশ্চিম বর্ধমান : 2টি
  • পূর্ব বর্ধমান : 3টি
  • পূর্ব মেদিনীপুর : 11টি
  • পুরুলিয়া : 2টি
  • উত্তর দিনাজপুর : 3টি

শিক্ষাগত যোগ্যতা : i) কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হতে হবে ।

ii) বাংলা এবং ইংরেজিতে ভালো বলতে এবং লিখতে জানতে হবে ।

iii) ভ্রমণ উপযোগী হতে হবে ।

বয়সসীমা : 01.12.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 44 ও সর্বনিম্ন বয়স 23 হতে হবে ।

বেতন কাঠামো : 12,000 টাকা প্রতি মাসে ।

সমস্ত পদে SC/ST/OBC-এর ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় আছে । রাজ্যের প্রতিটি জেলায় স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : লিখিত ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনের শেষ তারিখ : 13.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.