ETV Bharat / state

Panchayat Repolls 2023: পুনর্নির্বাচনেও অব্যাহত অশান্তি, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 64.42%

author img

By

Published : Jul 10, 2023, 7:40 AM IST

Updated : Jul 10, 2023, 8:05 PM IST

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুনর্নির্বাচন হলেও এ দিনও অশান্তির সাক্ষী থাকল রাজ্য ৷ রাজ্যের 696টি বুথে পুনর্নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত 64.42% ভোট পড়েছে ৷

Panchayat Repolls Live Updates
696টি বুথে শুরু পুনর্নির্বাচন

  • আগামিকাল ভোটগণনা ৷ মোট গণনাকেন্দ্র 339 ৷ মোট স্ট্রংরুমের সংখ্যা 767 ৷ জানাল নির্বাচন কমিশন ৷
  • অনুব্রতহীন বীরভূমে 8 বুথেই নির্বিঘ্নে সম্পন্ন হল পুনর্নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোট দিলেন ভোটাররা ৷ 67 শতাংশ ভোট পড়ল ।
  • তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়াকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় তিনি তমলুক হাসপাতালে ভর্তি । দলের কর্মী, সমর্থকরা মিছিল ও বিক্ষোভ করেছেন দোষীদের গ্রেফতারের দাবিতে । পরে চঞ্চলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
  • পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় যে হিংসার ঘটনা ঘটেছে, তার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফলাফলের দিন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত সেই কমিটিতে রয়েছেন চার সদস্য ৷ বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে সর্বভারতীয় সভাপতিকে তা রিপোর্ট করবে সংশ্লিষ্ট কমিটি ৷ কমিটিতে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ ড. রাজদীপ রায় এবং দলের সর্বভারতীয় সহসভাপতি রেখা বর্মা ৷
  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 64.42 শতাংশ ৷
  • বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়ল 53.95 শতাংশ ৷
  • ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে আচমকা মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যক্তির নাম নবদ্বীপ হালদার, বয়স 55 বছর । নদিয়ার তেহট্ট থানার ঘোড়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদার পাড়ার একটি বুথে এই ঘটনা ঘটে ।
  • পুনর্নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ও পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠল জলপাইগুড়িতে । ভাঙচুর চালানো হল বাড়িতে, করা হল লুট, ছিনিয়ে নেওয়া হল গুরুত্বপূর্ণ সমস্ত নথি । আতঙ্কে ঘরছাড়া বহু । পুনর্নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে স্পেশাল অবজার্ভার বা বিশেষ পর্যবেক্ষককে হাতের কাছে পেয়ে এই অভিযোগ জানালেন নিগৃহীত পরিবারের সদস্যরা।
  • বেলা 1টা পর্যন্ত ভোট পড়ল 30.54 শতাংশ ৷
  • এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে রাঘবপুরে আটকে দিল তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা সুকান্তকে জুতো দেখান । এই ঘটনাকে কেন্দ্র করে রাঘবপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । গঙ্গারামপুর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিজেপি রাজ্য সভাপতিকে ঘেরাও মুক্ত করে । সুকান্তবাবু জানিয়েছেন, ঘটনাটি রাজ্যপাল-সহ সর্বোচ্চ পর্যায়ে জানানো হবে ।
  • সোমবার যে বুথগুলিতে ফের ভোট নেওয়া হচ্ছে, তার বেশিরভাগেরই তালিকা আইপ্যাক থেকে দেওয়া হয়েছে ৷ দাবি শুভেন্দু অধিকারীর ৷
  • আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দিল্লির নর্থ ব্লকে বৈঠক হবে ৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা তাঁদের আলোচনায় উঠে আসবে কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
  • পুনর্নির্বাচনের দিনও ভোটে সন্ত্রাসের অভিযোগে বীরভূম জেলাশাসকের দফতর ঘেরাও করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির ৷ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিক্ষোভে খালি গায়ে প্রতিবাদে শামিল হন কর্মী সমর্থকেরা ৷
  • পুনর্নির্বাচনের দিনেও অশান্তি নদিয়ায় । ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে দিচ্ছে না তৃণমূলের দুষ্কৃতীরা - এই অভিযোগে নদিয়ার বার্নিয়া শ্রীকৃষ্ণপুরে তেহট্ট ঘাট থেকে দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ, ভোট দিতে গেলে তাঁদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী । গ্রামবাসীরা প্রতিরোধ করলে তৃণমূলের এক দুষ্কৃতীকে ধরে ফেললে সে বাইক রেখে পালিয়ে যায় ৷ সেই বাইক ভাঙচুর করা হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ।
  • বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 14.91 শতাংশ ৷
  • অন্ডালে নির্দল প্রার্থীর স্বামীকে আটক পুলিশের । প্রতিবাদে অন্ডাল থানার সামনে চলছে বিক্ষোভ ।
  • সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 6.52 শতাংশ ৷
  • নদিয়ার নাকাশিপাড়া থানার পাটুয়া ডাঙায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  • মুর্শিদাবাদের টিকিয়াপাড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন ৷ ভোটারদের কথায়, "শনিবার কেন্দ্রীয় বাহিনী ছিল না। মাত্র তিনজন পুলিশ কর্মী ছিল। আজ আমরা কেন্দ্রীয় বাহিনী দেখে খুশি, আমরা সঠিকভাবে ভোট দিতে পারব এবং বাড়ি যেতে পারব। এছাড়াও আজ নির্বাচন বলে মনে হচ্ছে।"
  • দু'ঘণ্টা হয়ে গেলেও এখনও ভোট শুরু হয়নি ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা প্রাইমারি স্কুলে। সকাল 8.15 নাগাদ ভোট কর্মীরা বুথে পৌঁছন। কিন্তু 9টা বেজে গেলেও ভোট শুরু হয়নি। যদিও মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। শনিবার ওই বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই এই কেন্দ্রে পুনরায় ভোট করানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
  • ডোমজুড় ব্লকের আজাদ কলেজের স্ট্রং রুমের বাক্স বদলের চেষ্টায় পাঁচিল ভাঙার অভিযোগ শাসলদলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি-বামেদের ৷
  • কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাট শিশু শিক্ষা কেন্দ্রে ভোট শুরু হল। শনিবার এই বুথে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসের মৃত্যু হয়।
  • পুনর্নির্বাচনের আগে ফের উত্তপ্ত দিনহাটা। দিনহাটা 1 নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6/262 নম্বর বুথের কংগ্রেস প্রার্থী নুরনাহার বিবি-সহ তাঁর একাধিক কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সঙ্গে বোমাবাজি করে। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে বিপুল সংখ্যক পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • জলপাইগুড়িতে 14টি বুথের 40টি আসনে ভোট গ্রহণ চলছে । 40টি আসনের মধ্যে পঞ্চায়েত সমিতির 13টি, জেলাপরিষদের 13টি ও গ্রাম পঞ্চায়েতের 14টি আসনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে ভোট। ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ৷
  • কাঁকসার বনকাঠি গ্রাম পঞ্চায়েতের বসুধা গ্রামে দু'টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শুরু হয়েছে ভোট গ্রহণ। 19 ও 20 নম্বর বুথে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট করার অভিযোগ উঠেছিল। প্রতিবাদে বন্ধ হয়ে গিয়েছিল ভোট।
  • মুর্শিদাবাদে সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে ৷
  • দক্ষিণ 24 পরগনার 113 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ভোটকর্মীরা ৷

রবিবার রাত সাড়ে 9টা নাগাদ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 696টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ যে যে বুথে যথাযথ ভোট হয়নি সেখানেই আবার ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ রাজ্যের 22টি জেলার মধ্যে 19টিতেই পুনর্নির্বাচন হচ্ছে ৷ বাদ গিয়েছে শুধু দার্জিলিং, কালিম্পং ও ঝাড়গ্রাম ৷ 696টি বুথের মধ্যে মুর্শিদাবাদে সর্বাধিক 175টি বুথে পুনরায় ভোটগ্রহণ চলবে ৷ ঘটনাচক্রে ভোটের দিন সবথেকে বেশি মৃত্যু হয়েছে এই জেলায় ৷

Last Updated : Jul 10, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.