ETV Bharat / state

Panchayat Election Date: রাজ্যে 8 জুলাই হতে পারে পঞ্চায়েত নির্বাচন

author img

By

Published : Jun 8, 2023, 4:08 PM IST

Updated : Jun 8, 2023, 4:36 PM IST

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন 8 জুলাই হতে পারে বলে রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে খবর মিলেছে ৷ সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

Panchayat Election Date
নির্বাচন কমিশন

কলকাতা, 8 জুন: রাজ্যে 8 জুলাই হতে পারে পঞ্চায়েত নির্বাচন ৷ রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে ৷ আজ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠকে বসবেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ আর তারপরেই চূড়ান্ত ভাবে জানা যাবে, কবে হচ্ছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷

গতকাল দায়িত্ব পাওয়ার পরেই 8 জুলাই তারিখে পঞ্চায়েত ভোট করা যায় কি না, সেই বিষয়ে দফায় দফায় বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার ৷ তারপরেই আজ সূত্র মারফত সামনে এসেছে এই তারিখটি ৷ তবে আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাবে চূড়ান্ত তারিখ জানিয়ে দেবেন রাজ্য নির্বাচন কমিশনার ।

কত দফায় পঞ্চায়েত নির্বাচন হবে সেই নিয়ে এখনও কিছু জানা সম্ভব হয়নি ৷ আজ বিকেল সাড়ে পাঁচটার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়ে দেবেন পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট এবং কত দফায় নির্বাচন হতে চলেছে ।

বিরোধীদের পক্ষ থেকে বারবার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে ভোটাভুটি করার দাবি উঠেছে ৷ তবে সেই বিষয়টিও এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি ৷ আর কিছুক্ষণের মধ্যেই পুরো ছবি স্পষ্ট হয়ে যাবে ৷ তবে এর আগেও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বিষয়, নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিয়ে মন্তব্য রাজীব সিনহার

আজ নবান্নে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গিয়েছে ৷ বিভিন্ন কারণে অনেকটা সময় চলে গিয়েছে বলে আর কোনওভাবেই দেরি করতে চায় না রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন ৷ সেইজন্য গতকাল নতুন ভার গ্রহণ করার পরেই দফায় দফায় বৈঠক করেন রাজীবা সিনহা ৷ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজও সকাল থেকে একের পর এক বৈঠক করে চলেছেন তিনি ৷ সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে কী কী সিদ্ধান্ত হল, তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই ৷

Last Updated : Jun 8, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.