ETV Bharat / state

Calcutta High Court: এক বছর গ্রামের একমাত্র পানীয় জলের কল অকেজো, 3 সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Aug 1, 2023, 5:43 PM IST

এক বছর ধরে গ্রামের একমাত্র পানীয় জলের কল অকেজো হয়ে পড়ে রয়েছে ৷ অবশেষে পানীয় জলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গ্রামবাসীরা ৷ আদালত তিন সপ্তাহের মধ্যে জেলাশাসককে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে ৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 1 অগস্ট: আপাত দৃষ্টিতে খুবই সামান্য বিষয় । কিন্তু এ রাজ্যের প্রত্যন্ত বহু জায়গা রয়েছে, যেখানে সামান্য টিউবওয়েল খারাপ হলে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য তীব্র সমস্যায় পড়তে হয় ৷ তারই জ্বলন্ত উদাহরণ দক্ষিণ 24 পরগনার গোসাবার একটি গ্রাম । প্রায় এক বছর ধরে পানীয় জলের সমস্যার সুরাহা করতে না পেরে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় গ্রামবাসীদের । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জেলাশাসককে তিন সপ্তাহের মধ্যে ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ।

পানীয় জলের দাবিতে জনস্বার্থ মামলা: দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার মন্মথ নগর । 2 হাজারের বেশি জনসংখ্যা থাকলেও পানীয় জলের ব্যবস্থা নেই । একটাই টিউবওয়েল ছিল । কিন্তু গত প্রায় বছরখানেক ধরে তাও অকেজো । স্থানীয় বিপ্রদাসপুরের পঞ্চায়েত প্রধান ও বিডিও-কে বার বার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি । বিকল্প পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে 2 মার্চ গোসাবার বিডিও, ক্যানিং-এর সাবডিভিশনাল অফিসার ও দক্ষিণ 24 পরগানার জেলাশাসককে জানানো হলেও ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । বাধ্য হয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি ।

আরও পড়ুন: উলুবেড়িয়ার বিডিওকে সাসপেন্ডের সুপারিশের বিরুদ্ধে আপিল সিঙ্গল বেঞ্চে ফেরত ডিভিশন বেঞ্চের

আদালতের নির্দেশ: মামলাটি মঙ্গলবার শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । দক্ষিণ 24 পরগনার জেলাশাসককে তিন সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন আদালত ।

যা বললেন মামলাকারীর আইনজীবী: মামলাকারীর তরফে আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী বলেন, "দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা প্রায় 5-6 কিলোমিটার দূরে পাশ্ববর্তী একটা গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করছেন । তাও সেই জল খুব একটা ভালো নয় । বাধ্য হয়ে প্রায় একশো জন গ্রামবাসী মাসপিটিশন দিয়েছিলেন পঞ্চায়েত-সহ অন্যান্য কর্তৃপক্ষের কাছে । তাতেও কোনও সুরাহা হয়নি । শেষে হাইকোর্ট জেলাশাসককে এ দিন নির্দেশ দিয়েছে অবিলম্বে সমস্যার সমাধান করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.