ETV Bharat / state

Dengue: ডেঙ্গি উদ্বেগে শহরের সরকারি হাসপাতালগুলিতে বাড়ছে শয্যা সংখ্যা

author img

By

Published : Sep 15, 2022, 4:02 PM IST

দিনের পর দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়ানো হল হাসপাতালের শয্যা সংখ্যা (Number of Beds in Govt Hospitals Has Been Increased)। 3টি হাসপাতালে এই শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে ৷ এমআর বাঙুর, বেলেঘাটা আইডি হাসপাতাল ও বিসি রায় মেডিক্যাল কলেজ ৷

Dengue
ডেঙ্গির জন্য বাড়ানো হল সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা

কলকাতা, 15 সেপ্টেম্বর: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে। সমগ্র রাজ্য তথা দেশজুড়ে উদ্বেগের ছবি সামনে আসছে প্রতিদিনই। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 537 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 485 জন। ডেঙ্গির এই বাড়বাড়ন্তে হাসপাতালে বাড়ানো হল শয্যা সংখ্যা (Number of Beds in Govt Hospitals Has Been Increased) ৷

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে 3টি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে 177 করা হয়েছে। এর মধ্যে এমআর বাঙুর (M R Bangur Hospital) এবং বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata General Hospital) 130টি জেনারেল ও 22টি সিসিইউ শয্যা বাড়ানো হয়েছে। বিসি রায় মেডিক্যাল কলেজে শিশুদের জন্য 20টি জেনারেল ও 5টি সিসিইউ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য দফতরের চারটি পর্যবেক্ষণ দল কলকাতা-সহ যে জেলাগুলিতে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে সেই সব জায়গার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বিজেপি কাউন্সিলর, পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব

তবে বেসরকারি হাসপাতালগুলিতে এখনও নতুন কোনও ওয়ার্ড বা শয্যা বাড়ানো হয়নি। মেডিকা হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, ডেঙ্গি জ্বর সম্পর্কে ইতিবাচক একটি বিষয় হল, যে এটি সংক্রামক রোগ নয়। কাশি বা অন্য কিছুর মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায় না। সংক্রমণ হয় মশা থেকে। ফলে ডেঙ্গি রোগীদের জন্য আমাদের স্পেশাল ওয়ার্ড বা আইসোলেশন নেই। এমনকী ডেঙ্গি রোগীদের জন্য আমাদের নির্দিষ্ট সংখ্যক শয্যাও নেই। যখন রোগীরা আসেন, তখন তাঁদের সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে সাধারণ ওয়ার্ড, এইচডিইউ বা আইসিইউতে ভর্তি করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.