ETV Bharat / state

উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:38 PM IST

Updated : Nov 28, 2023, 6:52 PM IST

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন উত্তরকাশীতে বাংলার শ্রমিকদের সাহায্য করার জন্য লোক পাঠানো হয়েছে ।

Etv Bharat
ফাইল ছবি

কলকাতা, 28 নভেম্বর: উত্তরকাশীর সিল্কিয়ারার টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের মধ্যে রয়েছেন বাংলার তিন শ্রমিকও । মঙ্গলবার উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় অবশেষে তাঁদের এই টানেল থেকে বাইরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে । এই খবর আসা মাত্রই রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, উদ্ধারের পর বাংলার তিন শ্রমিককে নিরাপদে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, উত্তরকাশীতে বাংলার শ্রমিকদের সাহায্য করার জন্য লোক পাঠানো হয়েছে । রাজ্যের আধিকারিক রাজদীপ দত্তের নেতৃত্বে একটি দল গিয়েছে সেখানে । তাঁরাই বাংলা শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন । সরাসরি উত্তরকাশী থেকে তাঁরা শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ।

  • Have rushed a team to Uttarkashi for helping our people. The team, led by Rajdeep Dutta, Liaison Officer, Office of Resident Commissioner, New Delhi, will help evacuation and safe return of the trapped workers in the tunnel at Silkyara, Uttarkashi to their homes in West Bengal.…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের বার্তায় মুখ্যমন্ত্রী বাংলার এই প্রতিনিধি দলটির সদস্যদের নাম ও ফোন নম্বরও দিয়ে দিয়েছেন ৷ পাশাপাশি সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা বাংলার তিন শ্রমিকের নাম ও পরিচয়ও তিনি জানিয়েছেন ৷ মনে করা হচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে এই 41 জন শ্রমিককে সুড়ঙ্গের বাইরে বের করে আনা সম্ভব হবে ৷

গত 12 নভেম্বর ভোরে কেন্দ্রের চারধাম প্রকল্পের অন্তর্গত সিল্কিয়ারার নির্মীয়মাণ টানেলের একাংশ ভেঙে পড়ে আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ তাঁদের মধ্যে বাংলার তিনজন শ্রমিকও আছেন ৷ দুর্ঘটনার 17 দিন পর মঙ্গলবার প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে উদ্ধারকাজ ৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷ প্রথমদিন থেকে এই উদ্ধারকাজের দিকে নজর ছিল মুখ্যমন্ত্রীর ৷ আগেই বাংলার ওই শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন উদ্ধারকাজ প্রায় শেষ লগ্নে জানতে পেরেই ওই শ্রমিকদের বাড়িয়ে ফিরিয়ে আনার উদ্য়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. প্রায় শেষ সিল্কিয়ারায় খননকাজ, পুজোয় বসলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স
  2. দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ, উত্তরকাশীতে 16 দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধারের পথে 41 শ্রমিক
  3. উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সুস্থতা কামনায় যজ্ঞ বিধায়কের, সৌভিক পাখিরার বাড়িতে সাংসদ অপরূপা
Last Updated : Nov 28, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.