ETV Bharat / state

Mamata Banerjee on NCERT: পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 3:47 PM IST

Updated : Oct 26, 2023, 6:00 PM IST

Mamata Banerjee on NCERT Proposal: স্কুলের পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার নাম সরিয়ে ভারত করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি ৷ এই প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে ৷

Mamata Banerjee
Mamata Banerjee

কলকাতা, 26 অক্টোবর: পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে ভারতের নাম ব্যবহার নিয়ে এনসিইআরটি-র প্রস্তাবের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইন্ডিয়া নামের মধ্যে সমস্যা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ হঠাৎ করে পুজোর মধ্যে নির্দেশ দিচ্ছে, এনসিইআরটি, কারা তারা ? কাদের পরামর্শে চলে ? সব সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত ৷ এটা সরকারের সঙ্গে যুক্ত ৷ তারা পরামর্শ দিচ্ছে যে ইন্ডিয়া কেটে ভারত বসাও ৷’’

এর পরই তিনি স্পষ্ট করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এনসিইআরটি-র এই নির্দেশ মানছে না ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ঠিক করেছি ৷ ইন্ডিয়াও সেখানে থাকবে ৷ ভারতও সেখানে থাকবে ৷ কোনও সমস্যা নেই ৷ আমাদের সংবিধানে ইন্ডিয়াও আছে ৷ ভারতও আছে ৷ কেউ কেউ তো ইন্ডিয়াকে হিন্দুস্থানও বলে ৷’’

উল্লেখ্য, সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি একটি সুপারিশ করেছে ৷ সেই সুপারিশে স্কুলের পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রমে ইন্ডিয়ার বদলে দেশের নাম ভারত হিসেবে ব্যবহার করার কথা বলেছে ৷ সেই বিষয়টি নিয়েই এ দিন কালীঘাটে নিজের বাড়িতে করা সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, ‘‘হঠাৎ করে সার্কুলার পাঠিয়ে দিচ্ছে, সব ইন্ডিয়া নাম কেটে বাদ দাও ৷’’ কেন এমন সার্কুলার দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন বিরোধীদের তৈরি করা ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গও ৷ মমতা বলেন, ‘‘আমরা একটা ইন্ডিয়া তৈরি করেছি বলে ? তার তো আলাদা নাম দেওয়া আছে ৷ এত ভয় কীসের ? কাল যদি আমাদের নামের সঙ্গে ভারত জুড়ে দিই, তাহলে ভারত কেটে আবার কী দেবে ? দিতেও তো পারে !’’

আরও পড়ুন: বালু মারা গেলে ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘‘আমাদের তো স্লোগানের নিচে হ্যাশট্যাগ আছে জিতেগা ভারত ৷...যখন ইন্ডিয়া টিম খেলতে নামে, তখন ইন্ডিয়া টিম নামেই সবাই আমরা চিনি ৷ একটা নামে দশটা জিনিস থাকতেই পারে ৷...অসুবিধা কী আছে ?’’

নিম্ন আদালতে বিজেপি অফিস থেকে নির্দেশ আসে:

বিস্ফোরক অভিযোগ মমতার । এবার তার অভিযোগ বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বলা ভালো নিম্ন আদালতের বিরুদ্ধে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে । এদিন মমতা অবশ্য একথাও জানাতে ভোলেননি যে বিচার ব্যবস্থাকে তিনি সম্মান করেন । মমতার অভিযোগ, এক্ষেত্রে তাদেরও বাধ্যবাধকতা আছে ।

মমতা বলেন, বিচারবিভাগকে আমরা সম্মান করি । সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না । কিন্তু নিম্ন আদালতে বিজেপির সদর দফতর থেকে নির্দেশ আসছে । সেখান থেকে ড্রাফটিং আসে । আর সেখানে কিছু বললেই বিজেপি বলে, আমরা তো কিছু করিনি । ওদের কথা না-শুনলে সরিয়ে দেবে।

প্রসঙ্গত, অতীতে দলের মুখপাত্রদের বিচার বিভাগের সমালোচনা করতে দেখা গিয়েছিল । অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ইচ্ছেপ্রকাশ করেছিলেন আইনজীবী হিসাবে আদালতে যাওয়ার । সেখানে সরকার পক্ষের বক্তব্য নিজের মুখে তুলে ধরতে চেয়েছিলেন । কিন্তু এদিন তাঁর যে অভিযোগ, তা অত্যন্ত গুরুতর বলে মনে করছে রাজনৈতিক মহল । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি কি বলে সেটাই এখন দেখার ।

আরও পড়ুন: মন্ত্রীদের বিরক্ত না-করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন মমতার

Last Updated :Oct 26, 2023, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.