ETV Bharat / state

Recruitment Scam: পার্থই মাস্টারমাইন্ড, অর্পিতা শুধু পরিস্থিতির শিকার; আদালতে দাবি আইনজীবীর

author img

By

Published : May 29, 2023, 5:32 PM IST

Updated : May 29, 2023, 7:19 PM IST

Partha Arpita
Partha Arpita

10 মাস পর আদালতে সশরীরে হাজির করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ তাঁর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী আজ আদালতে দাবি করেন যে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ই মাস্টারমাইন্ড ৷ অর্পিতা পরিস্থিতির শিকার ৷

আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

কলকাতা, 29 মে: নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় শুধু পরিস্থিতির শিকার ৷ সোমবার নগর দায়রা আদালতে এমনই দাবি করে অর্পিতার জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী ৷ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা ।

যদিও ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সোমবার তথ্য প্রমাণ-সহ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের চূড়ান্ত বিরোধিতা করেন । তিনি জানান, 2022 সালের 24 জুলাই যে দিন প্রথম অর্পিতাকে আদালতে তোলা হয়, সে দিনই তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছিল আদালত । ঠিক তার আগের দিন গ্রেফতার করা হয় তাঁকে । তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠ ছিলেন । নিয়োগ দুর্নীতির আগামাথা সম্পর্কে অর্পিতাই সব থেকে বেশি ওয়াকিবহাল ছিলেন বলে দাবি করেন ইডির আইনজীবী। তিনি উল্লেখ করেন যে, অর্পিতাকে গ্রেফতারের সময় দুটি জায়গা মিলিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ ও 6 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছিল তাঁর কাছে থেকে ।

পালটা সওয়াল করে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, সমস্ত গেম প্ল্যান এবং সমস্ত কিছুর মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় । অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই । তাঁর ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করা হচ্ছে । কোনও কিছুতে বেনিফিশিয়ারি অর্পিতা মুখোপাধ্যায় নন । আসল মাস্টারমাইন্ড কে সেটা দেখতে হবে । অর্পিতা পরিস্থিতির স্বীকার । তাঁর দাবি, পার্থর আনুকূল্যে বিলাসবহুল জীবন কাটাতেন অর্পিতা, তবে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতির সঙ্গে কখনও নিজেকে জড়াননি ৷

অর্পিতার আইনজীবীর দাবি, 2022 সালের 23 জুলাই গ্রেফতার করা হয়েছে তাঁকে । তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে তার সবটাই মিথ্যে । গ্রেফতারির আগে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়নি । তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে দাবি করেন আইনজীবী বৃন্দা গ্রোভার।

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছে বিশেষ আদালত ৷ 10 মাস পর আজ আদালতে সশরীরে হাজির করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ এর আগে বিভিন্ন শুনানিতে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছে ৷ ভার্চুয়াল শুনানিতে তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের চোখের ইশারায় কথা বলা নিয়ে জোর চর্চা হয়েছিল সংবাদমাধ্যমে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন ভুলে চোখের ইশারাতেই শুনানি কাটল পার্থ-অর্পিতার

Last Updated :May 29, 2023, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.