ETV Bharat / state

কসবার অফিসে তল্লাশিতে উদ্ধার একাধিক ভুয়ো নথিপত্র-সহ থ্রিডি স্ক্যানার

author img

By

Published : Jul 4, 2021, 8:54 AM IST

গতকাল দেবাঞ্জনের কসবার অফিসে ফের তল্লাশি চালাল কসবা থানার পুলিশ-সহ গোয়েন্দা বিভাগ ৷ মিলল বেশ কিছু কাগজপত্র ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রধান দেবাঞ্জন দেব
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রধান দেবাঞ্জন দেব

কলকাতা, 4 জুলাই : প্রতিদিনই নিত্যনতুন তথ্য়ে রহস্য় আরও ঘনীভূত হচ্ছে দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ৷ গতকাল বিকেলে দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে তার কসবার অফিসে একটি সার্চ অপারেশন চালায় সিট-এর প্রতিনিধি আর কসবা থানার আধিকারিকেরা ৷

সেখানে তল্লাশিতে উদ্ধার হল কলকাতা পুরসভায় একাধিক ভুয়ো চাকুরির নিয়োগপত্র । পাশাপাশি উদ্ধার হয়েছে একটি থ্রিডি স্ক্যানার মেশিন, একটি রেজিস্ট্রেশন খাতা । কোন ব্যক্তি কবে কসবার অফিসে দেবাঞ্জনের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে খাতা থেকে ৷ এছাড়াও মিলেছে কলকাতা পুরসভার ভুয়ো টেন্ডারের কাগজপত্র ।

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

প্রায় ঘণ্টাখানেক সময় ধরে তল্লাশি চালায় গোয়েন্দারা । জানা গিয়েছে, সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে ৷ সেই নথি থেকে একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে গোয়েন্দাদের । পাশাপাশি দেবাঞ্জন যে কলকাতা পুরসভার টেন্ডার হাতানোর পরিকল্পনা করেছিল, তাও স্পষ্ট গোয়েন্দাদের কাছে। ইতিমধ্যে দেবাঞ্জন কাণ্ডে মোট ছ'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা । সূত্রের খবর, তাদের এবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.