ETV Bharat / state

JU Student Death: যাদবপুর-কাণ্ডের চার্জশিটে ধৃত 13 জনেরই নাম, যুক্ত হল পকসো ধারাও

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 2:21 PM IST

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ । পকসো সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস বাদে চার্জশিট পেশ হল।

JU Student Death
যাদবপুর-কাণ্ডে চার্জশিটে ধৃত 13 জনেরই নাম

কলকাতা, 26 অক্টোবর: যাদবপুরকাণ্ডে পেশ করা চার্জশিটে ধৃত 13 জনেরই নাম রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে ব়্যাগিং ও খুনের ঘটনায় আলিপুর আদালতে আজ চার্জশিট জমা করল কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, চার্জশিটে পকসো, ব়্যাগিং, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস বাদে জমা পড়ল চার্জশিট।

তদন্তাকারীদের অনুমান, নিহত ছাত্রকে প্রথম দিন থেকেই মানসিকভাবে নির্যাতন করত একদল ছাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও একাধিক স্বাক্ষর গ্রহণ করেছি । এছাড়াও এই ঘটনায় ধৃতদের লাগাতার জেরা করে বিপুল তথ্যও পাওয়া গিয়েছে। সেইগুলি চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।"

ছাত্র-মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা সেই কমিটিতে ছিলেন। সেই সংশ্লিষ্ট কমিটির তদন্ত এখনও শেষ হয়নি। ঘটনার প্রায় আড়াই মাস কেটে যাওয়ার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তরফ থেকে কোনও সদর্থক তথ্য মেলেনি বলে সূত্রের খবর।

আড়াই মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে রক্তাক্ত এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রের দেহ। সেই রাতেই তাকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ধাপে ধাপে মোট 13 জন ছাত্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

এই 13 জন ছাত্রের মধ্যে অন্যতম অভিযুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। লালবাজার সূত্রের খবর সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। যাদবপুরের ছাত্র মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল ৷ সেই মামলারই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ ৷ আদালত সূত্রের খবর, এখন আদালত বন্ধ থাকার ফলে সেই চার্জশিটের কপি বিচারকের হাতে আসেনি।

আরও পড়ুন: 12 ঘণ্টার কর্মসমিতির বৈঠকেও মিলল না রফাসূত্র, অসুস্থ উপাচার্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.