ETV Bharat / state

পুকুর ভরাটের তালিকা সামনে এনে ফের সরব মেয়র ফিরহাদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 2:26 PM IST

Updated : Dec 31, 2023, 3:37 PM IST

Kolkata Municipal Corporation: গার্ডেনরিচ এলাকায় বাম জমানায় 450 পুকুরটি ভরাট হয়েছে ৷ অবশিষ্ট আছে 432টি ৷ শনিবার টক-টু-মেয়র অনুষ্ঠানে সেই তালিকা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

তালিকা প্রকাশ কর্পোরেশনের
Kolkata Municipal Corporation

কলকাতা, 31 ডিসেম্বর: সপ্তাহখানেক আগে গার্ডেনরিচে প্রশাসনিক বৈঠকে যেতে গিয়ে রাবিশ ভরতি গাড়ি পাকড়াও করেছিলেন খোদ মেয়র। নির্দেশ দিয়েছিলেন ওই বরো সব ওয়ার্ডে জলাশয়ের তালিকা দিতে। শনিবার টক-টু-মেয়র অনুষ্ঠানে সেই তালিকা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। জানালেন 432টি জলাশয় এখনও আছে। বাম জমানায় ভরাট হয়েছে 450টি পুকুর।

এদিন জলাশয় ভরাট নিয়ে আক্ষেপ প্রকাশ করেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। 15 নম্বর বরো কোন ওয়ার্ডে কত জলাশয়, তাদের মূল্যায়ন নম্বর দিয়ে যেমন তালিকা প্রকাশ করা হয়েছে, তেমনই এখনও কতগুলো জলাশয় ভরাট করতে বাকি রয়েছে তাও জানিয়ে দেন মেয়র। বাকি বরো গুলোর এই জলাশয়ের তালিকা খুব দ্রুত প্রকাশ করবে কলকাতা কর্পোরেশন। তাঁর কথায়, "কলকাতা কর্পোরেশনের একার দ্বারা সম্ভব নয়। মানুষকেও সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের অক্সিজেন চুরি করা হচ্ছে।"

তিনি বলেন, "ভয় না-পেয়ে থানায় অভিযোগ জানান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানান। যদি কেউ কিছু বলে স্থানীয় প্রতিনিধির কাছে যান। থানার পুলিশ অফিসারদের ডিউটি যে তারা কেন অভিযোগ নেবে না। মানুষকে আরও সচেতন হতে হবে। বামফ্রন্ট সরকারের সময় আমরা খেলার মাঠ নিয়ে লড়েছি। তখন সবাই মিলে প্রতিবাদ করেছি। তাহলে আজকে প্রতিবাদ হবে না কেন। মানুষকে আরও সচেতন হতে হবে।" এদিন টক-টু-মেয়র অনুষ্ঠানে একাধিক বেআইনি বাড়ি নিয়েও অভিযোগ আসে।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে 30টি বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হচ্ছে। বাড়ি ভাঙাও হচ্ছে। উল্লেখ্য, রাবিশের গাড়ি আটকে পুলিশকে তোপ দেগে ছিলেন মেয়র। বলেছিলেন তাঁদের এই রাবিশ ভরতি গাড়ি আটক করতে আরও সক্রিয় ভূমিকা নিতে। কারণ এই রাবিশ দিয়েই একের পর এক জলা বেআইনিভাবে ভরাট হচ্ছে।

আরও পড়ুন:

  1. 'ঘর ছেড়ে দিতে হবে', কর্পোরেশনের উচ্ছেদ-নোটিশ ঘিরে উত্তপ্ত হাতিবাগান
  2. নয়া পদক্ষেপ কর্পোরেশনের! এবার থেকে বেআইনি পার্কিংয়ের জরিমানা পৌঁছবে এসএমএসে
  3. বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের
Last Updated : Dec 31, 2023, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.