ETV Bharat / state

JP Nadda: রাজ্য আসছেন জেপি নাড্ডা, দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি থাকতে পারেন মোদি-শাহ

author img

By

Published : Aug 8, 2023, 10:49 PM IST

Updated : Aug 8, 2023, 11:01 PM IST

12 অগস্ট রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর ৷ পঞ্চায়েত ভোটের পর এই প্রথম রাজ্যে আসছেন বিজেপির কোনও কেন্দ্রীয় নেতা ৷

ETV Bharat
জেপি নাড্ডা

কলকাতা, 8 অগস্ট: রাজ্যে গত মাসেই শেষ হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন । এবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 12 তারিখেই রাজ্য সফরে আছেন জগৎপ্রকাশ নাড্ডা । এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। আগামী বছর লোকসভা নির্বাচন ৷ শাসক থেকে বিরোধী সব শিবিরেই ইতিমধ্যেই শুরু হতে গেছে ভোট তৎপরতা ৷

এবারের পঞ্চায়েত ভোটে প্রায় 10 হাজারের কিছু বেশি আসনে ভালো ফল করেছে গেরুয়া শিবির। তাই স্বাভাবিকভাবেই বিজেপি নেতা, কর্মীদের মধ্যে উৎসাহের পারদ চড়েছে বেশ খানিকটা । তবে সমর্থক এবং ভোটার থাকলেও সাংগঠনিক দিক থেকে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে বঙ্গ বিজেপি । এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। তাই সাংগঠনিকভাবে বঙ্গ বিজেপির সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিগুলিকে ঠিক করতে এবং লোকসভার প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব । কারণ এখন পাখির চোখ আগামী লোকসভা নির্বাচন । তাই পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বঙ্গে বিজেপিকে সাংগঠনিক ভাবে মজবুত করতে বারংবার নজর দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব । একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ । আসার কথা ছিল জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও । তবে হঠাৎ করেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে স্থগিত হয়ে যায় তাদের রাজ্য সফর ৷

তাই এবার পঞ্চায়েত নির্বাচনের পালা সাঙ্গ হতেই আবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় মনোনিবেশ করেছে । জানা গিয়েছে, রাজ্যে পঞ্চায়েত কর্মশালায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । বিজেপি সূত্রে খবর, ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে তাঁরা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন ।

আরও পড়ুন: শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখার বার্তা দিয়েও কুড়মি নেতাদের মুখে মমতার প্রশংসা

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবং আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । দুদিন ব্যাপী এই কর্মশালা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত হতে পারে । এছাড়াও কর্মশালার পাশাপাশি, রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন নাড্ডা ৷ হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার পাশাপাশি উলুবেড়িয়া লোকসভা এলাকায় সভা করার কথা রয়েছে তাঁর । রাজ্য বিজেপি সূত্রে খবর, জেপি নাড্ডা আগামী 12 অগস্ট রাজ্যে আসতে পারেন । তবে তার আগের দিন অর্থাৎ 11 অগস্ট শুক্রবার সংসদের বদল অধিবেশন শেষে রাজ্যে এসে পৌঁছবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । ওই দিনই ফিরছেন রাজ্যে বাকি বিজেপি সাংসদরাও ।

Last Updated : Aug 8, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.