Durga Puja 2022: কলকাতা ভাসবে ! সতর্কবার্তার পোস্টারে এ কীসের ইঙ্গিত ?

author img

By

Published : Sep 19, 2022, 12:59 PM IST

ETV Bharat

2022 সালে কলকাতা ভাসবে ৷ লেখা দেখে আশ্চর্য হওয়া অস্বাভাবিক নয় ৷ এক ঝলক দেখে পুজোয় বৃষ্টির পূর্বাভাসের কথাও মনে হতে পারে ৷ তবে বৃষ্টি তো এবার পুজোয় হবেই ৷ সঙ্গে মেঘ, বৃষ্টি, ছাতা, রেনকোট সবই থাকবে ৷ হ্যাঁ, জগৎ মুখার্জী পার্কের পুজোর থিম এবার বর্ষামঙ্গল ৷ কী কী থাকছে প্যান্ডেলে ? ঢুঁ মারল ইটিভি ভারত(Durga Puja 2022)৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: কয়েক মাস আগে থেকেই পুরো শহর জুড়ে পড়ে এক অনন্য পোস্টার । যেখানে সতর্কবার্তা হিসেবে লেখা রয়েছে, '2022- ভাসবে কলকাতা' । তবে এর অর্থ কিছুতেই ঠাওড় করতে পারছিল না কলকাতাবাসী । তবে কী এবার পুজোয় বৃষ্টি হবে ? স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছিল শহরবাসীর কপালে ৷

তবে আর চিন্তার কারণ নেই ৷ কলকাতা ভাসার আসল অর্থ জগৎ মুখার্জী পার্কের এবারের দুর্গাপুজোর থিম ৷ সেখানেই 'বর্ষামঙ্গল' থিমের মধ্যে দিয়ে তিলোত্তমাবাসীকে ভেজাবেন উত্তর কলকাতার এই পুজো উদ্যোক্তারা (Jagat Mukherjee Park Durga Puja Theme is Barshamangal)৷ এবার 86তম বছরে পদার্পণ করল এই পুজো ৷

থিম সম্পর্কে শিল্পী সুবল পাল জানান, বর্ষাকে মূলত সৃষ্টির ঋতু বলা যায় । প্রকৃতির সুন্দর যা কিছু তাই সৃষ্টি হয় এই বর্ষায় ৷ তাই এবারের থিমের নাম বর্ষামঙ্গল দেওয়া হয়েছে ৷ আসলে বর্ষাকাল মাটির সঙ্গে আকাশকে মিলিয়ে দেয় । মূলত বর্ষাকালে যা যা প্রয়োজন হয় অর্থাৎ, ছাতা, রেনকোট সবই থাকছে এই মণ্ডপে ৷ এমনকি মেঘ ও বৃষ্টিকেও দেখানো হচ্ছে এখানে(Durga Puja 2022 Pandel of Jagat Mukherjee Park)।

পুজোয় ভিজতে চাইলে যেতে হবে জগৎ মুখার্জী পার্কের পুজোয়

আরও পড়ুন : রামমোহন-বিদ্যাসাগর-উত্তম কুমারের স্মৃতি নিয়ে 223 বছরে রায় জমিদারবাড়ির পুজো

তবে দীর্ঘ দু'বছর পর এবার মানুষ সেই পুরোনো ছন্দে পুজোয় মাততে চলেছে ৷ পাশাপাশি বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব এ বছর থেকে বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে । তাই আমজনতার মধ্যে উল্লাস এখন থেকেই শুরু হয়ে গিয়েছে । কিন্তু শুধু আনন্দ নয়, এর পাশাপাশি মনে রাখা দরকার দীর্ঘ দু-বছরের ভয়াবহ পরিস্থিতিকে । তাই জগৎ মুখার্জী পার্কের পুজো উদ্যোক্তাদের বিনীত অনুরোধ, সকলে যেন মাস্ক পড়ে আসেন(Jagat Mukherjee Park Durga Puja 2022)।

এই বিষয়ে পুজো উদ্যোক্তা সোনাই সরকার বলেন, "প্রতিবারের মতো এবারেও চমক নিয়ে আসছে জগৎ মুখার্জী পার্ক । আশা করছি সবার ভালো লাগবে ।"

আরও পড়ুন : 'মিস ইউ', বাগুইআটি উদয়ন সংঘ এবার স্মরণ করবে সাধারণ ও গুণীজনদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.