ETV Bharat / state

Durga Puja 2022 in Kolkata: পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার রাস্তায় পুলিশকর্মীদের সঙ্গে থাকছেন হোমগার্ডরাও

author img

By

Published : Sep 30, 2022, 9:29 PM IST

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) ৷ দু'বছর করোনার কারণে বাঙালির এই উৎসবে পড়েছিল ছেদ ৷ এবছর করোনার প্রভাব কেটেছে ৷ তাই এই উৎসবের আনন্দ নিতে মরিয়া আপামর বাঙালি ৷ আগামিকাল অর্থাৎ, শনিবার 2022-এর দুর্গাপুজোর মহাষষ্ঠী ৷ আগামিকাল মা দুর্গার বোধন ৷ কিন্তু তার আগে থেকেই এবারে মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে প্রায় প্রতিদিনই (Durga Puja 2022 in Kolkata) ৷ আর এই ভিড় সামলাতে পুলিশকে সাহায্য করবে, প্রায় 10 হাজার অস্থায়ী হোমগার্ড। খবর লালবাজার সূত্রের।

Durga Puja 2022 in Kolkata
পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার রাস্তায় পুলিশকর্মীদের সঙ্গে থাকছেন হোমগার্ডরাও

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোতে ভিড় যাতে ভালোভাবে মোকাবিলা করা যায় এবং যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধাও না হয়, সেই কথা মাথায় রেখে এবার কলকাতা পুলিশের তরফে পঞ্চমী অর্থাৎ, শুক্রবার রাত থেকেই নামছে প্রায় 9 হাজার পুলিশকর্মী। আর এই 9 হাজার পুলিশকর্মীকে ভিড় সামলাতে পুলিশ কর্মীদের সাহায্য করবেন অতিরিক্ত প্রায় 10 হাজার অস্থায়ী পুলিশ হোমগার্ড (Homeguards Staying with Traffic Police to Control Crowd on Streets) ।

এবারে পুজোর (Durga Puja 2022) বেশ ক'য়েকদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। শেষ দু'বছর বাঙালির এই দুর্গোৎসব অনেকটাই ফিকে এবং বাধানিষেধের ঘেরাটোপে ছিল। কিন্তু এবারে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে এবং উন্মাদনায় পঞ্চমী থেকেই জনজোয়ার শুরু হয়েছে শহরের প্যান্ডেলে প্যান্ডেলে (Durga Puja 2022 in Kolkata)।

ইতিমধ্যেই হোমগার্ডরা পুলিশের সঙ্গে কীভাবে ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে তার একটি নীল নকশা আলিপুর বডিগার্ড লাইনস থেকে তৈরি করে দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল (Police Commissioner of Kolkata)। লালবাজার সূত্রের খবর 9 হাজার পুলিশ কর্মীর মধ্যে 4 হাজার পুলিশকর্মী শুধুমাত্র বরাদ্দ থাকছে শহরের যান চলাচল নিয়ন্ত্রণের জন্য। কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আগে থেকেই কলকাতা পুলিশের প্রত্যেকটি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ একটি নির্দেশ দিয়েছিলেন লালবাজারকে (LalBazar) ।

আরও পড়ুন: মেট্রোয় ভিড় সামাল দিতে বাড়ানো হল পরিষেবা

তবে লালবাজার সূত্রের খবর 9 হাজার পুলিশকর্মী পঞ্চমীর রাত থেকেই নামছে শহরে ৷ কিন্তু যদি পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে অতিরিক্ত পুলিশ বাহিনীও মজুত রয়েছে ৷ এছাড়াও কলকাতা পুলিশের মোট 9টি ডিভিশনের মধ্যে প্রত্যেকটি ডিভিশনে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকছেন ৷ এছাড়াও প্রত্যেকটি বড় বড় পুজা মণ্ডপে থাকছেন দু'জন করে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.