ETV Bharat / state

Gold Price Hike: ঊর্ধ্বমুখী সোনার দাম ! অক্ষয় তৃতীয়াতেও বাজার না হওয়ায় হতাশ বিক্রেতারা

author img

By

Published : Apr 24, 2023, 9:57 PM IST

তিথি অনুয়ায়ী রবিবার ছিল অক্ষয় তৃতীয়া ৷ সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিক্রি কমল অনেকটাই ৷ দামের জেরে অক্ষয় তৃতীয়াতেও জমল না বাজার ৷ স্বভাবতই হতাশ বিক্রেতারা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 24 এপিল: পয়লা বৈশাখের এক সপ্তাহ পর পালিত অক্ষয় তৃতীয়া ৷ বেশ কয়েক বছর ধরে সোনার উজ্বল্য এক থাকলেও দামের ছটা বেড়েই চলেছে ৷ একেবারে বিদ্যুৎ গতিতে বাড়তে বাড়তে 60 হাজার টাকা বেশি অতিক্রম করেছে সোনার দাম । গত বছরের তুলনায় এবার প্রায় 10,000 টাকা বেশি । আর দামের জেরেই এবার মন্দা গেল অক্ষয় তৃতীয়ার বাজারও । গত বছরের তুলনায় এবার প্রায় অর্ধেক হয়েছে বিক্রি, দাবি সোনার গয়না ব্যবসায়ীদের । তবে বড় দোকানে ক্রেতাদের আনাগোনা দেখা গেলেও ধাক্কা খেয়েছে ছোট দোকানগুলি ।

নববর্ষের দিনও সোনার দাম বেশি থাকায় ব্যবসা খুব একটা হয়নি। তবে অক্ষয় তৃতীয়ার আগে সামান্য দাম কম ছিল । কিন্তু তাতে ক্রতাদের গয়না কেনায় ক্রেতাদের খুব একটা আগ্রহ দেখা গেল না । অন্যান্য বছরে বিয়ের মরসুম ছাড়াও ধনতেরাস, পয়লা বৈশাখ বেশি বিক্রি-বাট্টা হয় । গত 1 বছরে প্রতি 10 গ্রাম সোনার দাম প্রায় 10,000 টাকা বেড়ে গিয়েছে । আর এই ব্যপকভাবে দাম বৃদ্ধি, ব্যবসা খারাপ হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন সোনার ব্য়বসায়ীরা ।

অক্ষয় তৃতীয়ার বিক্রি প্রসঙ্গেই সোনার দোকানদার গোপাল কৃষ্ণ সাহা জানান, গত বছর এই সময় 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল 51,000 থেকে 52,000 টাকা । এই বছর সেই 10 গ্রাম সোনার দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে 61 হাজার টাকা । এর উপরে জিএসটি-র চাপ আছে ।

আরও এক স্বর্ণ ব্যবসায়ী জানান, যা বিক্রি হয়েছে বেশির ভাগ কম সোনা দিয়ে গড়া হালকা গয়না । হেতেহতু সোনার দাম বেশি তাই বিক্রির দিকে টাকার অঙ্ক বেশি মনে হলেও অন্য বারের তুলনায় অর্ধেক সোনা বিক্রি হয়েছে । 22 ক্যারেট গয়না সোনার দাম এখন 55 হাজার থেকে 56 হাজার টাকার মধ্যেই ঘুরছে ।

আরও পড়ুন : 60 হাজারি সোনা ! বউবাজারে উধাও চেনা ভিড়

প্রসঙ্গত, বিশ্ব বাজারে ব্যাঙ্ক অর্থনীতি সঙ্কটে থাকার জেরে মানুষজন অপেক্ষাকৃত নিরাপদ লগ্নি হিসেবে পছন্দ করছেন সোনায় লগ্নি করা । সোনার দাম এখন যথেষ্ট বেশি । দামের পতন হলেও ক্রেতাদের কাছে সেটা সন্তোষজনক নয় । তাই সোনার পরিমাণ কমিয়ে হালকা গয়না কেনার প্রতি ঝোঁক ক্রেতাদের । এক দিকে বাজারে লাগামহীন দ্রব্যমূল্য অন্য দিকে সোনার দামও চড়া । সংসার চালাবেন নাকি গয়না কিনে পবিরারের মন জয় করবেন তা ভেবে পাচ্ছেন না গৃহকর্তা ৷ এই দুইয়ের যাঁতাকলে পড়ে নাভিশ্বাস গৃহকর্তার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.