ETV Bharat / state

অধ্যক্ষের আশ্বাস মতোই গ্রামীণ পানীয় জল নিয়ে অভিযোগ জানাতে বিধানসভার লবিতে বসল ড্রপবক্স

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 2:15 PM IST

Dropbox in Assembly lobby: বুধবারই বিধানসভায় আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজ সেই মতোই গ্রামীণ পানীয় জল নিয়ে অভিযোগ জানাতে বিধানসভার লবিতে বসানো হল ড্রপবক্স ৷

Dropbox in Assembly lobby
বিধানসভার লবিতে বসল ড্রপবক্স

কলকাতা, 30 নভেম্বর: বুধবার শাহী সভায় ড্রপবক্স দেখেছিল বাংলার মানুষ । দুর্নীতি তথা বঞ্চিত মানুষ তাঁদের অভিযোগ জানানোর জন্য এই ড্রপবক্সকে বেছে নিয়েছিলেন । বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, এই ড্রপবক্সে জমা করা অভিযোগ সরাসরি পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী দরবারে । এ বার একই কায়দায় ড্রপবক্স বসল রাজ্য বিধানসভার লবিতে । তবে এই ড্রপবক্স বসানোর পেছনে বিজেপি নেই । রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামীণ পানীয় জল সংক্রান্ত অভিযোগ জানতে এই ড্রপবক্স বসানো হল বিধানসভার লবিতে ।

ঘটনার সূত্রপাত গতকাল ৷ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একাধিক শাসক এবং বিরোধী দলের বিধায়ক পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন । গ্রামীণ ক্ষেত্রে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর গুরুত্ব বুঝে অধ্যক্ষ নিজেই এই বিষয়ে অভিযোগ জানাতে ড্রপবক্স বসানোর কথা বলেছিলেন । এ ক্ষেত্রে যেমন বলা তেমন কাজ । তাঁর নির্দেশ মতো আজ বিধানসভার লবিতে বসল ড্রপবক্স । আজ সারাদিন গ্রামীণ পানীয় জল নিয়ে অভিযোগ জানাতে পারবেন বিধায়কেরা । এরপর এই অভিযোগ পত্রগুলি সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে । তারপর তিনি কী পদক্ষেপ করেন সেটাই দেখার ।

জানা গিয়েছে, গত আড়াই বছরে 69.02 লক্ষ পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । এগিয়ে থাকা জেলা যেখানে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছে সেগুলি হল - নদিয়া (8.93 লক্ষ), বাঁকুড়া (1.53 লক্ষ), উত্তর 24 পরগনা (3.75 লক্ষ), পূর্ব বর্ধমান (7.12 লক্ষ) ৷ পিছিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা ।

আরও পড়ুন:

  1. বিধানসভা শূন্য রেখেই শাহী-সভায় বিজেপি বিধায়করা
  2. অসাংবিধানিক আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
  3. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.