ETV Bharat / state

Dengue in Kolkata : 10 দিনেই কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ১৩০! যুদ্ধকালাীন তৎপরতা ফিরহাদদের

author img

By

Published : Sep 3, 2022, 8:10 AM IST

মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যায় শীর্ষে কলকাতা-সহ চার জেলা (Dengue Malaria are Increasing) । কলকাতায় ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরলেন মেয়র ফিরহাদ হাকিম ।

Dengue in Kolkata
বাড়ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, জরিমানায় জোর দেবে কর্পোরেশন

কলকাতা, 3 সেপ্টেম্বর: দ্রুতগতিতে শহরে বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়া । মাত্র 11 দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 130 জন নাগরিক । এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে (Dengue Malaria are Increasing) । তাই সিদ্ধান্ত হয়ছে রোগ নিয়ন্ত্রণ করতে এবার সরকারি সচেতনতার নির্দেশিকা না মানলে জরিমানায় পথে হাঁটা হবে । পাশাপাশি আবর্জনাপূর্ণ মালিকানাধীন জায়গা সাময়িক অধিগ্রহণ করবে কলকাতা পৌরনিগম । জরুরিভিত্তিতে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যায় শীর্ষে কলকাতা-সহ চার জেলা । বৈঠক শেষে কলকাতায় ডেঙ্গি কতটা বেড়েছে তা বোঝাতে পরিসংখ্যান তুলে ধরেন মেয়র ফিরহাদ । তথ্য বলছে , এবছর শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 564 জন । 2 জানুয়ারি থেকে 14 অগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 352 । 21 অগস্টে সেই সংখ্যাটা বেড়ে 436 হয় । বর্তমানে ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক 8টি বোরোয় । 1, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 নম্বর বোরোতে রোজই বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ।

বাড়ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, জরিমানায় জোর দেবে কর্পোরেশন

আরও পড়ুন: করোনার পর এবার ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়াল কলকাতার চার হাসপাতালে

ফিরহাদ বলেন, "মানুষ সচেতন না হলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব নয় । কিন্তু বারবার বলেও কোনও কাজ হচ্ছে না । তাই এবার ডেঙ্গি রোধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । কোনও খালি জায়গায় দীর্ঘদিন আবর্জনা পড়ে থাকলে সেই জমির মালিককে প্রথমে নোটিশ পাঠানো হবে । তারপরেও কাজ না হলে সেই জায়গায় পৌরনিগম পরিষ্কার করে দেবে, পরিষ্কারের খরচ তাদের ট্যাক্সের টাকার সঙ্গে জুড়ে দেওয়া হবে । যে জমির মালিককে পাওয়া যাবে না, সেই জমি অধিগ্রহণ করবে পৌরনিগম । পরে কেউ নিজেকে সেই জমির মালিক হিসেবে দাবি করলে তার জন্য নির্দিষ্ট তথ্য-প্রমাণ জমা করতে হবে । পাশাপাশি পরিষ্কারের খরচ দিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.