ETV Bharat / state

Firhad Makes Dawood Remark: আমার সম্প্রদায়ে দাউদ ইব্রাহিম রয়েছে, তাহলে কি আমাদের সবাই তাই ? কুড়মি প্রসঙ্গে প্রশ্ন ফিরহাদের

author img

By

Published : May 29, 2023, 8:52 PM IST

Updated : May 30, 2023, 11:46 AM IST

কুড়মিদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাউদ ইব্রাহিমের উদাহরণ টানলেন ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, যাঁরা ধ্বংসকারী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ ৷

Firhad Hakim
Firhad Hakim

কুড়মি প্রসঙ্গে দাউদের উদাহরণ টানলেন ফিরহাদ

কলকাতা, 29 মে: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হামলার পর শালবনিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কনভয়ে হামলা চালায় কুড়মি সমাজ । ভাঙা হয় বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ । সেই ঘটনায় সব কুড়মিকে দোষ দেওয়া চলবে না ৷ এটা বোঝাতেই আজ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের উদাহরণ টানলেন পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

কুড়মিদের নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ দিন ফিরহাদ হাকিম বলেন, "আমি একটা সম্প্রদায় থেকে আসি, যেখানে দাউদ ইব্রাহিম রয়েছে । তাহলে কি সবাই দাউদ ইব্রাহিম ? একইভাবে একজন কুড়মি কী করল, সেই কারণে সব কুড়মিকে দোষী বলা চলে না ।" ফিরহাদ এ দিন জানান, ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা সিআইডি । শিক্ষক রাজেশ মাহাত-সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে । প্রশাসনের এই মনোভাব কি কুড়মিদের চাপে রাখার জন্য ?

এই প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, কুড়মিদের অনেকে তৃণমূল মনস্ক, অনেকে নিরপেক্ষ, অনেকে আবার বিজেপিপন্থী । কিন্তু কোনও অবস্থাতেই গাড়িতে ঢিল মারাকে সমর্থন করা যায় না । যারা ধ্বংসকারী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । যারা অন্যায় করে, তাদের শাস্তি হবে ।

বিজেপি নেতাদের এই ঘটনায় গ্রেফতার করা হলে জঙ্গলমহলে একটা তৃণমূলকেও থাকতে দেব না ৷ এ দিন সকালে এমনই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ । তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়ে এ দিন ফিরহাদ বলেন, "দিলীপদার কথার কোনও গুরুত্ব নেই ।" পাশাপাশি ফিরহাদকে এ দিন প্রশ্ন করা হয় যে, তৃণমূলের নব জোয়ারের অনুকরণেই কি বিজেপির জনসংযোগ যাত্রা ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী কটাক্ষের সুরে বলেন, যাদের বুথে কর্মী দেওয়ার ক্ষমতা নেই, তারা কী জনসংযোগ যাত্রা করবে !

আরও পড়ুন: ধৃত 9 কুড়মি নেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ

Last Updated : May 30, 2023, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.