ETV Bharat / state

Covid Vaccine : টিকার আকাল, কলকাতায় বন্ধ কোভিশিল্ড

author img

By

Published : Aug 10, 2021, 6:36 AM IST

বুধবার পর্যন্ত কলকাতায় কোভিশিল্ডের আকাল থাকবে । বুধবার রাজ্যে কোভিশিল্ডের ডোজ় আসার কথা রয়েছে । সেগুলি চলে এলে, ফের শুরু হয়ে যাবে কোভিশিল্ডের টিকা দেওয়ার কাজ । তবে আগামিকাল পর্যন্ত কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকছে ।

Covid Vaccine
ফাইল ছবি

কলকাতা, 10 অগস্ট : শহরে ফের কবে দেওয়া হবে কোভিশিল্ড (Covishield) টিকা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । কোভিশিল্ড না থাকায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে কোভিশিল্ড টিকাকরণ । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, 11 অগস্ট পর্যন্ত মিলবে না কোভিশিল্ডের টিকা । কেন্দ্রের তুঘলকি আচরণের জন্যই রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁর । তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার পরেও কোন হেলদোল দেখা যাচ্ছে না ।

ভ্যাকসিনের সঙ্কট প্রসঙ্গে সোমবার ফিরহাদ হাকিম বলেন, "বাংলার মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন । কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না । বাংলার মানুষ আশায় আছে, কবে রাজ্যে ভ্যাকসিন আসবে । কেন্দ্রীয় সরকারের নীতির জন্য রাজ্য সরকার ভ্যাকসিন মানুষকে সাহায্য করতে পারছে না । গুজরাত, উত্তরপ্রদেশকে যথেচ্ছভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাহলে বাংলায় কেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ?"

ফের কবে থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের টিকা ?

ফিরহাদ হাকিম জানিয়েছেন, 11 অগস্ট রাজ্যে কোভিশিল্ড আসতে পারে । যদি 11 তারিখ রাজ্যে কোভিশিল্ড আসে, তবে ফের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে ।

আরও পড়ুন : West Bengal Corona Update : কমে পাঁচশোর ঘরে রাজ্যের দৈনিক সংক্রমণ, মৃত্যু 11 জনের

এর পাশাপাশি সোমবার কলকাতা পৌরনিগমের সদর দফতরে দুয়ারের সরকার নিয়ে একটি জরুরি বৈঠক করেন ফিরহাদ হাকিম । স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হবে দুয়ারে সরকারের কর্মসূচিতে । বৈঠক শেষে তিনি জানিয়েছেন, 16 অগস্ট থেকে আরও একবার শহরে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি । তারপর থেকে ধাপে ধাপে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নিয়মিতভাবে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করবে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.