ETV Bharat / state

JP Nadda: সন্তোষ মিত্র স্কোয়ার থেকে জেপি নাড্ডার পোস্টার সরানো নিয়ে বিতর্ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:46 PM IST

শনিবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তাঁর ছবি দেওয়া পোস্টার সরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ETV Bharat
ফাইল ছবি

দিলীপ ঘোষের বক্তব্য

কলকাতা, 21 অক্টোবর: সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি সম্বলিত পোস্টার সরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কে বা কারা এই কাজ করেছে, বা কেন এমন করা হল যদিও তা এখনও স্পষ্ট নয় ৷ এই বিষয়টি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর কথায়, "জেপি নাড্ডা শুধু বিজেপির সভাপতি নন, তিনি বাংলার জামাইও ৷ তাই তাঁকে দুর্গাপুজোয় দলের পক্ষ থেকে বাংলায় আমন্ত্রণ করা হয়েছে ৷ তবে এতে অনেকে খুব কষ্ট হয়েছে তার ছবি সরিয়ে দেওয়া হয়েছে । আবার অনেকে সমালোচনা করছে । পশ্চিমবঙ্গের মানুষ উদার তাই বাংলায় বাংলা জামাই ঠাকুর দেখতে এলে তাঁকে তো স্বাগত জানানো উচিত । সেই সংস্কৃতি অনেকেই পালটে দেওয়ার চেষ্টা করছে।"

দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ এর আগে সোমবার এই সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে গড়ে ওঠা মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শনিবার, সপ্তমীর দিন সকালেই কলকাতা বিমানবন্দরে নামেন জেপি নাড্ডা ৷ তারপর থেখেই এদিন একের পর এক পুজো মণ্ডপে গিয়েছেন তিনি ৷ করেছেন প্রতীমা দর্শন ৷ তাঁকে সঙ্গ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।

এদিন সকালে প্রথমে হাওড়ার একটি পুজো প্যান্ডেলের প্রতিমা দর্শন করেন জেপি নাড্ডা। এরপর তিনি পৌঁছে যান উত্তর কলকাতার ঐতিহ্যপূর্ণ শোভাবাজার রাজবাড়ির প্রতিমা দর্শন করতে । এরপর তিনি নিউমার্কেটের একটি দুর্গাপুজোয় উপস্থিত হন ৷ একদম শেষে তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে যে মণ্ডপ গড়ে তোলা হয়েছে সেখানে যান ৷

আরও পড়ুন: মহাসপ্তমীতে দুর্গাপুজো দেখতে কলকাতায় ‘বাংলার জামাই’ নাড্ডা

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় গিয়ে প্রতিমা দর্শনের পাশাপাশি সেখান থেকে তিনি রাজ্য অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়ান ৷ বলেন,"অসুররুপী যে শক্তি দেশকে দুর্বল করার চেষ্টা করছে এবং অবৈধভাবে দেশে মানুষজনকে প্রবেশ করতে ইন্ধন যোগাচ্ছে তাঁদের শেষ করার শক্তি দিক দুর্গা মা আমাদের। যে অসুরি শক্তি দুর্নীতি করছে, ভাইপোরাজ কায়েম করার চেষ্টা করছে এবং দেশের প্রজাতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে সেই সব শক্তিকে শেষ করতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.