ETV Bharat / state

Lalbazar on Vandalism in SSKM: সরকারি হাসপাতালের প্রতিটি বিটে এবার কনস্টেবল রাখা হবে, জানাল লালবাজার

author img

By

Published : Dec 7, 2022, 4:48 PM IST

সরকারি হাসপাতালের প্রতিটি গেটে কনস্টেবল রাখতে চায় লালবাজার (Constables Will be Placed at Every Gate of Govt Hospitals) ৷ তবে এটি প্রাথমিক সিদ্ধান্ত। আরও অনেক জায়গায় বিশেষ নজরদারি বাড়াতে হবে। হাসপাতালের প্রতি বিটে নিরাপত্তা বাহিনীর মোতায়েনের পাশাপাশি আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? তা জানার জন্য একটি রিপোর্ট কলকাতা পুলিশের নগরপাল(বিশেষ)-এর কাছে জমা দেওয়ার নির্দেশ কলকাতা পুলিশের নগরপাল (Police Commissioner of Kolkata) বিনীত গোয়েলের।

Lal Bazar on Vandalism in SSKM Hospital
সরকারি হাসপাতালের প্রতিটি বিটে এবার কনস্টেবল রাখা হবে, জানাল লালবাজার

কলকাতা, 7 ডিসেম্বর: এবার শহরের প্রতিটি সরকারি হাসপাতালের প্রতিটি গেটে কনস্টেবল রাখতে চায় লালবাজার। পুলিশি ভাষায় যাকে বলে প্রতি বিটে নজরদারি। চলতি সপ্তাহে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুরের ঘটনার পর মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে এই সিদ্ধান্ত লালবাজারের তরফ থেকে নেওয়া হয়েছে (Lal Bazar on Vandalism in SSKM Hospital)।

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর এ শহরে নতুন ঘটনা নয়। চলতি সপ্তাহে এসএসকেএম হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে । রোগীর আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুর করেন। অভিযোগ এই ঘটনায় চিকিৎসকের গায়েও হাত তোলেন রোগীর আত্মীয়স্বজনরা । সেই ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি বলেন, "এক্ষেত্রে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" এই বিষয়ে মতামত জানতে সোমবার কলকাতা পুলিশের ন'টি ডিভিশনের ডিসি-সহ প্রত্যেক থানার ওসি এবং সরকারি হাসপাতালের আউট পোস্টের ওসিদের নিয়ে একটি মিটিং করেন নগরপাল। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিনীত গোয়েল জানতে চান যে, সরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে ?

আরও পড়ুন: রোগীর পরিবারের বিরুদ্ধে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত চিকিৎসকও

লালবাজার সূত্রের খবর (Lalbazar) সেখানেই প্রাথমিক ভাবে ঠিক হয়েছে যে, শহরের সরকারি হাসপাতালের প্রতিটি বিটে বা গেটে কনস্টেবল মোতায়েন করা যেতে পারে । পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলি বর্তমানে কী পরিস্থিতিতে রয়েছে ? তা থেকে আদেও ছবি ওঠে কি না? আর ছবি উঠলেও তা থেকে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব কি না, তা আগে জানতে হবে।

পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও কথা বলা যেতে পারে। লালবাজার সূত্রের খবর সপ্তাহের মধ্যে এই সকল খুঁটিনাটি তথ্য এবং হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি লিখিত আকারে রিপোর্ট কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ)-এর (Police Commissioner of Kolkata) কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন: ডিএ-র দাবিতে আন্দোলনকারীরা কীভাবে পৌঁছলেন বিধানসভার গেটে, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.