ETV Bharat / state

Governor C V Ananda Bose: সিভি আনন্দ বোসের 'রাজ্যপাল' পদের বর্ষপূর্তি, আড়াই লাখে 5টি বই ছাপছে রাজভবন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 12:08 PM IST

2022 সালের 17 নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে নিযুক্ত করা হয়েছিল ৷ তাঁর একবছর পূর্ণ হচ্ছে আগামী 23 নভেম্বর ৷ এই বর্ষপূর্তিতে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আন্দ বোস

কলকাতা, 15 নভেম্বর: রাজ্যপাল পদে বর্ষপূর্তি হতে চলেছে প্রাক্তন আমলা তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ 2022 সালের 17 নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন ৷ তাই এবছর 23 নভেম্বর তাঁর রাজ্যপাল পদে এক বছর পূর্ণ হবে ৷

এই উপলক্ষে আগামী 25 নভেম্বর রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সূত্রের খবর, এই দিন 5টি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হবে ৷ তার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিজের লেখা কবিতা, সাহিত্যও থাকবে ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোস বছরভর যে সব কাজ করেছেন, সেই খবরগুলির পেপার কাটিংয়ের বইও ছাপা হবে ৷ সব মিলিয়ে 5টি বই ছাপাতে প্রায় 2.5 লাখ টাকা খরচ করা হবে ৷ দিনটি স্মরণে রাখতে 25 নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তো বটেই, ভিন রাজ্যের বিশিষ্টরাও উপস্থিত থাকতে পারেন ৷

গত একবছরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক খুব একটা সুখকর হয়নি ৷ বাংলায় হাতেখড়ি কিংবা অন্য অনুষ্ঠানে এ রাজ্যে তাঁর শুরুটা স্মৃতিমধুর হলেও বছরভর নানা বিষয়ে সংঘাতেই জড়িয়েছেন তিনি ৷ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, পঞ্চায়েত ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ উঠেছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ৷ যদিও সেই সব বিতর্কের খবর নিউজ ক্লিপিংয়ের বইয়ে উল্লেখ থাকবে না বলেই জানা গিয়েছে ৷

2011 সালে সিভি আনন্দ বোস প্রশাসনিক পদ থেকে অবসর গ্রহণ করেন ৷ ডক্টর বোস মর্যাদাপূর্ণ জওহরলাল নেহেরু ফেলোশিপের প্রাপক ৷ তিনি মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় অ্যাকাডেমির প্রথম ফেলো ৷ অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান পদে 2 বছর ছিলেন তিনি ৷ এই সময় তিনি 33টি আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার পেয়েছেন ৷ ছাত্রবস্থাতেও বর্তমান রাজ্যপাল 15টি স্বর্ণপদক-সহ একশোটিরও বেশি পুরস্কার জিতেছেন ৷

আরও পড়ুন:

1. রাজ্যপালের কাছে কোনও বিল পড়ে নেই, তথ্য দিয়ে রাজ্য সরকারকে জানাল রাজভবন

2. রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের 'অনুপ্রবেশকারী' বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

3. টিকিটের চাহিদা তুঙ্গে! আসরে রাজ্যপাল, রাজভবন এখন 'জনতা স্টেডিয়াম'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.