ETV Bharat / state

Primary Recruitment Case: 2014 প্রাথমিক টেটে ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের 6 নম্বর, সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:36 PM IST

Updated : Aug 22, 2023, 6:01 PM IST

2014 প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ 6টি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বজায় রাখা হয়েছে ৷ একইসঙ্গে মামলাটি ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফেরৎ পাঠিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

22 অগস্ট, কলকাতা: রাজ্যে 2014 প্রাথমিক টেট পরীক্ষায় 6টি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের 6 নম্বর দেওয়ার মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফেরৎ পাঠালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষনণ, সব প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার যে নির্দেশ এর আগে আদালত দিয়েছে তা সঠিক ছিল ৷ এর আগে সব পরীক্ষার্থীকেই 6 নম্বর করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।

তারও আগে 2014 প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে প্যানেল করে ইন্টারভিউ এর ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ দিয়েছিলেন । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হয় বোর্ড । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ভুল প্রশ্নের জন্য সব চাকরি প্রার্থীকে 6 নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷

কিন্তু এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । সুপ্রিম কোর্ট বিষয়টি হাইকোর্টের ডিভিশন বেঞ্চকেই নিষ্পত্তি করতে নির্দেশ দেয় । ইতিমধ্যে বিচারপতি সুব্রত তালুকদার অবসর গ্রহণ করায় এতদিন মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারাধীন । এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরীক্ষার্থীদের ছয় নম্বর দিতে বলার সিদ্ধান্ত সঠিক । তবে বোর্ডের যে অভিযোগ ছিল রায় ঘোষণার আগে তাদের হলফনামা দেওয়ার সিদ্ধান্তকে গ্রহণ করেনি সিঙ্গল বেঞ্চ ।

আরও পড়ুন: বাঁশবেড়িয়া হাইস্কুলে স্বাধীনতা দিবসে তেরঙার অসম্মান ! বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

এই বিষয়টি প্রসঙ্গে এদিন ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে তাদের হলফনামা দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । তারপর সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2014 প্রাথমিক টেট পরীক্ষায় মোট ছ'টি প্রশ্ন ভুল ছিল । হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যে ভুল প্রশ্নের নম্বর পেয়ে চাকরি পেয়েছেন মোট 269 জন । এর বিরুদ্ধে আবার মামলা করেন চাকরিপ্রার্থী মৌমি চক্রবর্তী সহ 168 জন ।

22 অগস্ট, কলকাতা: রাজ্যে 2014 প্রাথমিক টেট পরীক্ষায় 6টি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের 6 নম্বর দেওয়ার মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফেরৎ পাঠালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষনণ, সব প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার যে নির্দেশ এর আগে আদালত দিয়েছে তা সঠিক ছিল ৷ এর আগে সব পরীক্ষার্থীকেই 6 নম্বর করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।

তারও আগে 2014 প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে প্যানেল করে ইন্টারভিউ এর ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ দিয়েছিলেন । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হয় বোর্ড । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ভুল প্রশ্নের জন্য সব চাকরি প্রার্থীকে 6 নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷

কিন্তু এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । সুপ্রিম কোর্ট বিষয়টি হাইকোর্টের ডিভিশন বেঞ্চকেই নিষ্পত্তি করতে নির্দেশ দেয় । ইতিমধ্যে বিচারপতি সুব্রত তালুকদার অবসর গ্রহণ করায় এতদিন মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারাধীন । এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরীক্ষার্থীদের ছয় নম্বর দিতে বলার সিদ্ধান্ত সঠিক । তবে বোর্ডের যে অভিযোগ ছিল রায় ঘোষণার আগে তাদের হলফনামা দেওয়ার সিদ্ধান্তকে গ্রহণ করেনি সিঙ্গল বেঞ্চ ।

আরও পড়ুন: বাঁশবেড়িয়া হাইস্কুলে স্বাধীনতা দিবসে তেরঙার অসম্মান ! বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

এই বিষয়টি প্রসঙ্গে এদিন ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে তাদের হলফনামা দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । তারপর সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2014 প্রাথমিক টেট পরীক্ষায় মোট ছ'টি প্রশ্ন ভুল ছিল । হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যে ভুল প্রশ্নের নম্বর পেয়ে চাকরি পেয়েছেন মোট 269 জন । এর বিরুদ্ধে আবার মামলা করেন চাকরিপ্রার্থী মৌমি চক্রবর্তী সহ 168 জন ।

Last Updated : Aug 22, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.