ETV Bharat / state

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই একবালপুরে বেআইনি বহুতল ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 4:53 PM IST

Calcutta High Court: এবার একবালপুরে একটি অবৈধ 6 তলা বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 24 নভেম্বর: একটি অবৈধ 6 তলা বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । এদিনের নির্দেশে বলা হয়েছে, ডিসি পোর্টকে প্রয়োজনীয় পুলিশ নিরাপত্তা দিয়ে বাড়ি ভাঙার কাজ করতে হবে । 18 নভেম্বরের মধ্যে ওই বেআইনি বহুতল ভাঙার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ 28 নভেম্বর আদালতে এই নিয়ে রিপোর্টও পেশ করতে হবে পুলিশকে ৷ উল্লেখ্য, একদিন আগেই হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ওই নির্মাণ নিয়ে পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এবার একই পথে হেঁটে কলকাতার একবালপুরের একটি অবৈধ বহুতল ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ যত ফোর্স প্রয়োজন তত ফোর্স নিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

একবালপুরের এই অবৈধ নির্মাণ নিয়ে আদালতে মামলা করেছিলেন সাকিল আহমেদ সাগর নামে এক ব্যাক্তি । ওই বহুলতের প্রোমোটার আজিম আখতার । সম্পর্কে তিনি আবার মামলাকারীর ছোট ভাই । 24/এইচ/11 ডেন্ট মিশন রোড, একবালপুর, ওয়ার্ড নম্বর 77 এই ঠিকানায় ওই বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, 18 ডিসেম্বরের মধ্যে পুরো বাড়ি ভেঙে ফেলতে হবে । 28 ডিসেম্বর আদালতকে রিপোর্ট দিতে হবে ।

2017 সালে প্রথম আলিপুর আদালতে মামলা হয় এই বেআইনি নির্মাণটি নিয়ে । আলিপুর আদালত পুর আইনের 144 ধারায় ওই বহুতলে নতুন করে আর কোনও নির্মাণ করতে বারন করে । পুলিশ রিপোর্ট দিয়ে জানায় ওই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে । অভিযোগ, এর মাঝে মামলাকারীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এরপর 2017 সালে নভেম্বরে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী । মামলা হয় বেআইনি নির্মানের অভিযোগে ।

2018 সালের জুন মাসে বিচারপতি দেবাংশু বসাক 6 সপ্তাহের মধ্যে কলকাতা পৌরনিগমকে নির্দেশ দেন বাড়ি ভাঙতে। কিন্তু কলকাতা পৌরনিগমের লোকজন সেখানে গেলেও, বাড়িটি আর ভাঙা হয়নি ৷ 2019 সালে আদালত অবমাননার মামলা দায়ের হয়। পৌরনিগম আদালতকে জানায় বাড়ি ভাঙা হবে । ফলে অবমাননার মামলার প্রয়োজন নেই । ইতিমধ্যে করোনা পরিস্থিতি চলে আসে ।

আবার 2022 সালে দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের হয় । উনি আবার ওই বহুতল ভাঙার নির্দেশ দেন । এর বিরুদ্ধে প্রমোটার আপিল করেন হাইকোর্টের উচ্চতর বেঞ্চে ৷ এরপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 15 দিনের মধ্যে বাড়ি খালি করতে । কিন্তু সেই নির্দশও মানা হয়নি বলে অভিযোগ। পরে মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায় ৷ বিচারপতি সিনহা গত বছর 10 নভেম্বর নির্দেশ দেন পুরো বাড়ি ফাঁকা করে ভেঙে ফেলতে। কিন্তু এক বছরে ও সেই নির্দেশ পালন করা হয়নি। এদিন শুনানি চলাকালীন মামলাকারী অভিযোগ করেন, আদালতের নির্দেশ কার্যকর না করে, উলটে আরও একটা তলা বাড়ানো হয়েছে ওই বেআইনি বহুতলে । এরপরেই বিচারপতি অবিলম্বে ওই বহুতল ভাঙতে নির্দেশ দেন ।

আরও পড়ুন:

  1. 'বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন', নির্মাণ মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বেআইনি নির্মাণ মামলায় বিকেলেই লিলুয়ার আইসি'কে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.