ETV Bharat / state

Calcutta HC on TET: টেট উত্তীর্ণদের শংসাপত্র নিয়ে পর্ষদকে আজই বৈঠক করার নির্দেশ আদালতের

author img

By

Published : Nov 1, 2022, 3:14 PM IST

আজকেই টেট উত্তীর্ণদের (Calcutta HC on TET) শংসাপত্র দেওয়া নিয়ে বৈঠক করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারীদের আইনজীবীদের (Primary Board to Meeting with Litigating Lawyers) ৷ এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

calcutta-hc-orders-primary-board-to-meeting-with-litigating-lawyers-on-tet-passers-certificate
calcutta-hc-orders-primary-board-to-meeting-with-litigating-lawyers-on-tet-passers-certificate

কলকাতা, 1 নভেম্বর: টেট পাশের শংসাপত্র দেওয়ার বিষয়ে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারী আইনজীবীদের বৈঠকে (Primary Board to Meeting with Litigating Lawyers) বসার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শংসাপত্র দেওয়া হচ্ছে না-বলে অভিযোগ করা হয়েছে ৷ ফলে তাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন না বলেও কলকাতা হাইকোর্টে জানান মামলাকারীদের আইনজীবীরা ৷

এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) বিজ্ঞপ্তি অনুযায়ী, 14 নভেম্বর টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে যাতে 2014 এবং 2017’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শংসাপত্র পান সেই দাবিতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷ শংসাপত্র পেলে চাকরিপ্রার্থীরা বুঝতে পারবেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য কি না ৷ যদি তা না-হয়, তাহলে 14 নভেম্বরের আগে ফের টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেবেন তাঁরা ৷

এই মর্মে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজই পর্ষদ সভাপতি এবং মামলাকারীদের আইনজীবীরা বৈঠকে বসবেন শংসাপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করতে (Calcutta HC on TET) ৷

আরও পড়ুন: তিলোত্তমা মজেছে আলোর উৎসবে, আঁধার নেমেছে ধর্মতলায়

উল্লেখ্য, 2014 সালেই প্রাথমিকের টেট পাশ করেছিলেন প্রায় 1 লক্ষ 20 হাজারের বেশি চাকরিপ্রার্থী ৷ তাঁদের মধ্যে 40 হাজার উত্তীর্ণকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল ৷ এর পরবর্তী সময়ে 2014 সালের টেটের 6টি প্রশ্ন ভুুলকে কেন্দ্র করে বড় সমস্যা তৈরি হয় ৷ যার সমাধান এখনও হয়নি ৷ হাইকোর্টে এ নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.