ETV Bharat / state

Calcutta HC on TET: টেট উত্তীর্ণদের শংসাপত্র নিয়ে পর্ষদকে আজই বৈঠক করার নির্দেশ আদালতের

আজকেই টেট উত্তীর্ণদের (Calcutta HC on TET) শংসাপত্র দেওয়া নিয়ে বৈঠক করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারীদের আইনজীবীদের (Primary Board to Meeting with Litigating Lawyers) ৷ এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

calcutta-hc-orders-primary-board-to-meeting-with-litigating-lawyers-on-tet-passers-certificate
calcutta-hc-orders-primary-board-to-meeting-with-litigating-lawyers-on-tet-passers-certificate
author img

By

Published : Nov 1, 2022, 3:14 PM IST

কলকাতা, 1 নভেম্বর: টেট পাশের শংসাপত্র দেওয়ার বিষয়ে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারী আইনজীবীদের বৈঠকে (Primary Board to Meeting with Litigating Lawyers) বসার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শংসাপত্র দেওয়া হচ্ছে না-বলে অভিযোগ করা হয়েছে ৷ ফলে তাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন না বলেও কলকাতা হাইকোর্টে জানান মামলাকারীদের আইনজীবীরা ৷

এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) বিজ্ঞপ্তি অনুযায়ী, 14 নভেম্বর টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে যাতে 2014 এবং 2017’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শংসাপত্র পান সেই দাবিতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷ শংসাপত্র পেলে চাকরিপ্রার্থীরা বুঝতে পারবেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য কি না ৷ যদি তা না-হয়, তাহলে 14 নভেম্বরের আগে ফের টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেবেন তাঁরা ৷

এই মর্মে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজই পর্ষদ সভাপতি এবং মামলাকারীদের আইনজীবীরা বৈঠকে বসবেন শংসাপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করতে (Calcutta HC on TET) ৷

আরও পড়ুন: তিলোত্তমা মজেছে আলোর উৎসবে, আঁধার নেমেছে ধর্মতলায়

উল্লেখ্য, 2014 সালেই প্রাথমিকের টেট পাশ করেছিলেন প্রায় 1 লক্ষ 20 হাজারের বেশি চাকরিপ্রার্থী ৷ তাঁদের মধ্যে 40 হাজার উত্তীর্ণকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল ৷ এর পরবর্তী সময়ে 2014 সালের টেটের 6টি প্রশ্ন ভুুলকে কেন্দ্র করে বড় সমস্যা তৈরি হয় ৷ যার সমাধান এখনও হয়নি ৷ হাইকোর্টে এ নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ৷

কলকাতা, 1 নভেম্বর: টেট পাশের শংসাপত্র দেওয়ার বিষয়ে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মামলাকারী আইনজীবীদের বৈঠকে (Primary Board to Meeting with Litigating Lawyers) বসার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শংসাপত্র দেওয়া হচ্ছে না-বলে অভিযোগ করা হয়েছে ৷ ফলে তাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন না বলেও কলকাতা হাইকোর্টে জানান মামলাকারীদের আইনজীবীরা ৷

এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) বিজ্ঞপ্তি অনুযায়ী, 14 নভেম্বর টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে যাতে 2014 এবং 2017’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শংসাপত্র পান সেই দাবিতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ৷ শংসাপত্র পেলে চাকরিপ্রার্থীরা বুঝতে পারবেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য কি না ৷ যদি তা না-হয়, তাহলে 14 নভেম্বরের আগে ফের টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেবেন তাঁরা ৷

এই মর্মে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজই পর্ষদ সভাপতি এবং মামলাকারীদের আইনজীবীরা বৈঠকে বসবেন শংসাপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করতে (Calcutta HC on TET) ৷

আরও পড়ুন: তিলোত্তমা মজেছে আলোর উৎসবে, আঁধার নেমেছে ধর্মতলায়

উল্লেখ্য, 2014 সালেই প্রাথমিকের টেট পাশ করেছিলেন প্রায় 1 লক্ষ 20 হাজারের বেশি চাকরিপ্রার্থী ৷ তাঁদের মধ্যে 40 হাজার উত্তীর্ণকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল ৷ এর পরবর্তী সময়ে 2014 সালের টেটের 6টি প্রশ্ন ভুুলকে কেন্দ্র করে বড় সমস্যা তৈরি হয় ৷ যার সমাধান এখনও হয়নি ৷ হাইকোর্টে এ নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.