ETV Bharat / state

Nadda Meetings With BJP Leaders: লোকসভার আগে সংগঠনকে মজবুত করার নিদান নাড্ডার

author img

By

Published : Aug 13, 2023, 5:32 PM IST

রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে বলেছেন জেপি নাড্ডা। একই সঙ্গে, দলের রাজ্য নেতৃত্বকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতেও বলেছেন তিনি।

Etv Bharat
জেপি নাড্ডা

কলকাতা, 13 অগস্ট: লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ যে বাংলা, তা নাড্ডার সফর থেকেই স্পষ্ট ৷ শনিবারের পর রবিবারও রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কলকাতায় দফায় দফায় বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই বৈঠক থেকেই রাজ্য নেতৃত্বকে বুথ স্তরে সংগঠনকে আরও বেশি মজবুত করারও স্পষ্ট বার্তা দিয়েছেন নাড্ডা ৷ অন্তত রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি এমনটাই ৷

সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে বলেছেন জেপি নাড্ডা। একই সঙ্গে, দলের রাজ্য নেতৃত্বকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতেও বলেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য পদাধিকারীরা, বিধায়ক ও সাংসদরা। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানান, জেপি নাড্ডা বর্তমানে রাজ্যে দলের সাংগঠনিক শক্তির হালহকিকত সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।

তিনি দলের পঞ্চায়েত ভোটের পারফরম্যান্সের প্রতিবেদনগুলি দেখেছিলেন ৷ গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বিজেপি যেখানে ভাল পারফরম্যান্স করেছে, সেখানে ভোটের হার কমে যাওয়ার বিষয়েও খোঁজ নিয়েছেন তিনি। বিজেপি নেতার দাবি, দলের সর্বভারতীয় সভাপতি রাজ্য নেতাদের সাফ জানিয়েছেন, কেন্দ্রের গৃহীত একাধিক উন্নয়নমূলক কাজের সঙ্গে জনগণের পরিচয় করাতে হবে ৷ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই সব উন্নয়নমূলক কাজের খতিয়ান ৷

একই সঙ্গে, বৈঠকে নাড্ডা জানিয়েছেন, তৃণমূল সরকারের অপশাসন নিয়েও সমান সোচ্চার হতে হবে দলকে ৷ এর আগে, শনিবার রাতেও বৈঠক করেছিলেন তিনি ৷ রবিবার সকালে আরও একবার দলের নেতা-বিধায়ক-সাংসদদের নিয়ে বৈঠক করেন জেপি নাড্ডা ৷ এদিন বিকেলে জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ অন্যদিকে, এদিন সকালে স্ত্রী মল্লিকা নাড্ডাকে নিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান জেপি নাড্ডা ৷

আরও পড়ুন: 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিতে দেশবাসীর কাছে আবেদন মোদির

লোকসভা নির্বাচনের আগে রাজ্য দলের পর্যালোচনা করতে শুক্রবার তিন দিনের সফরে কলকাতা এসেছিলেন জেপি নাড্ডা। 2024 সালের নির্বাচনের জন্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে 35টি লোকসভা আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন। 2019 সালে বিজেপি রাজ্যের 42টি আসনের মধ্যে 18টি জিতেছিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.