ETV Bharat / state

Student Leader Anish Khan Death : আনিশের মৃত্যুর তদন্তে এসপি পদমর্যাদার অফিসার, ভবানী ভবনে তলব পুলিশ সুপারকে

author img

By

Published : Feb 20, 2022, 6:15 PM IST

Updated : Feb 20, 2022, 7:03 PM IST

আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত (police investigation Student Leader Anish Khan Death case) নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷ তাই এসপি পদমর্যাদার আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Anish Khan Death
আনিশ খানের মৃত্যুর তদন্তে এসপি পদমর্যাদার অফিসার, ভবানী ভবনে তলব পুলিশ সুপারকে

কলকাতা, 20 ফেব্রুয়ারি : হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুতে (Student Leader Anish Khan Death) কাঠগড়ায় পুলিশ ৷ পুলিশ পরিচয় দিয়ে শুক্রবার রাতে চারজন ব্যক্তি তাঁদের বাড়ি গিয়েছিলেন বলে আগেই জানিয়েছেন আনিশের বাবা ৷ তারপরই ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আইএসএফের ছাত্র নেতার ৷ পুলিশ পরিচয় দিয়ে কোনও দুষ্কৃতী দল সেদিন আনিশের বাড়ি গিয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷ তবে পুলিশের ব্যর্থতাকে তুলে ধরে সিবিআই তদন্তের দাবি তুলেছেন আনিশের বাবা সালেম খান ৷ গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ৷ এই অবস্থায় রবিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘটনার তদন্ত করবেন এসপি পদমর্যাদার একজন অফিসার ৷

এদিন হাওড়া জেলার (গ্রামীণ) পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানী ভবনে ডেকে পাঠান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্য পুলিশের ডিজি এবং সিআইডির শীর্ষ আধিকারিকরা ৷ হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের কাছ থেকে আমতার ছাত্র নেতা মৃত্যুর একটি প্রাথমিক রিপোর্ট চাওয়া হয় । পাশাপাশি, তদন্ত কীভাবে এগোচ্ছে এবং শুক্রবার থেকে পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কেও তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় ৷

আরও পড়ুন : বামদল থেকে আইএসএফে কেন ছাত্রনেতা আনিশ ? দল বদলই কাল ?

সূত্রের খবর, ঘটনার পরই কেন ফরেন্সিক দলকে ডেকে পাঠানো হল না, সেই প্রশ্নও করা হয় সৌম্য রায়কে ৷ এরপরেই সিদ্ধান্ত হয় একজন এসপি পদমর্যাদার আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হবে ৷

Last Updated : Feb 20, 2022, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.