ETV Bharat / state

WBCPCR on Parenting: চাপ না দিয়ে সন্তানদের স্বপ্নপূরণে এগোতে দিন, অনুরোধ শিশু অধিকার সুরক্ষা কমিশনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:20 PM IST

চাপ না দিয়ে, নিজেদের সন্তানদের স্বপ্নপূরণে এগিয়ে দিন ৷ অভিভাবকদের উদ্দেশে এই অনুরোধ করল শিশু অধিকার সুরক্ষা কমিশন ৷

WBCPCR on Parenting
শিশু অধিকার সুরক্ষা কমিশন

কলকাতা, 6 অক্টোবর: বাবা-মায়েরা, দয়া করে সন্তানদের পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য চাপ দেবেন না ৷ তার পরিবর্তে তাদের স্বপ্নপূরণের দিকে এগিয়ে যেতে দিন । চন্দননগরের শতাব্দী প্রাচীন সেন্ট জোসেফস কনভেন্টে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে একটি আলাপচারিতার এই অনুরোধ করলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের (ডব্লিউবিসিপিসিআর) চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ৷

শিশুদের সর্বাত্মক বিকাশের জন্য রাজ্যের অভিভাবকদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে শিশু সুরক্ষা কমিশন ৷ কারণ তাদের মতে, যথাযথ পেরেন্টিং শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই লক্ষ্যেই কমিশন তার আধিকারিকদের নিয়ে স্কুলের প্রাক্তন ছাত্রদের সমিতি জেএএসি-র সঙ্গে শুক্রবার কথা বলে ৷

সেই আলোচনাসভায় সুদেষ্ণা রায় বলেন, "এখন বেশিরভাগ বাচ্চাদের কোনও ভাই-বোন নেই এবং তারা বাবা-মায়ের সঙ্গেই তাদের সময় কাটায় । প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা হোক বা শিক্ষিত পিতামাতার শিশুরা, বাবা-মায়েদের থেকেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় ৷"

তাই অভিভাবকদেরও বাবা-মা হওয়ার আগে গাইডেন্সের প্রয়োজন এবং পরে বৈজ্ঞানিক অভিভাবকত্বের উপর বই পড়ার প্রয়োজন রয়েছে বলে জানান সুদেষ্ণা রায় ৷

WBCPCR on Parenting
পেরেন্টিং নিয়ে আলাপচারিতায় শিশু অধিকার সুরক্ষা কমিশন

অভিভাবকদের শিক্ষিত এবং প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে ডব্লিউবিসিপিসিআর-এর চেয়ারপার্সন অভিভাবকদের বলেন, তাঁরা যেন তাঁদের ছেলে-মেয়েদের অনলাইনের ব্যবহার, সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার, পিরিয়ড, গর্ভাবস্থা, লিঙ্গ সমতা এবং জীবনের অন্যান্য দক্ষতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করতে সহায়তা করেন ৷

আরও পড়ুন: প্রিম্যাচিওর শিশুদের বাঁচাতে চাই ক্যাঙারুর মতো মায়ের ত্বকের স্পর্শ, প্রচারে রাজ্য-ইউনিসেফ

সুদেষ্ণা রায়ের কথায়, "এই প্রথম পিতামাতাদের সঙ্গে সরাসরি আলাপচারিতা হচ্ছে । এই ধরনের আরও সভার আয়োজন করা হবে, যেখানে অভিভাবকরা তাঁদের জীবনে পরিবর্তনশীল পদ্ধতি এবং পরিবর্তনশীল মূল্যবোধ সম্পর্কে কথা বলতে পারেন এবং তাঁদের কীভাবে সমস্যাগুলির মোকাবিলা করা উচিত, তা আলোচনা করতে পারেন ৷"

কমিশনের সদস্য এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা. রিমা মুখোপাধ্যায়ের সঙ্গে বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্ব দারুণ উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‌্যাগিংয়ের জেরে ছাত্রের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তুলে ধরে সুদেষ্ণা রায় বলেন, অভিযুক্ত অপরাধীরা সবাই বোর্ড পরীক্ষায় খুব ভালো ফল করেছিল । তিনি বলেন, "তারা চরিত্র গঠন ও মূল্যবোধ শিক্ষার মধ্যে দিয়ে যায়নি, যার ফলে এই দুঃখজনক মৃত্যু হয়েছে । এটা উচ্চ নম্বর স্কোর করেও তার অসারতার কথা প্রমাণ করে ৷"

তিনি শ্রোতাদের প্রতি আহ্বান জানান, "আপনার সন্তানদের ভুল করতে সাহায্য করুন, তাদের তিরষ্কারের বদলে পরাজয় মেনে নিতে এবং ভুল শুধরে নিতে সাহায্য করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.