ETV Bharat / state

ভোট-চতুর্থীর দিনে রাজ্যে জোড়া সভা মোদির

author img

By

Published : Apr 9, 2021, 9:57 PM IST

শিলিগুড়ির কাওয়াখালিতে প্রথম জনসভা করবেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় জনসভাটি কৃষ্ণনগর কলেজ মাঠে ।

West Bengal Assembly Election 2021
নরেন্দ্র মোদি

কলকাতা, 9 এপ্রিল : শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট ৷ তারই মধ্যে শিলিগুড়ি ও কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া জনসভা । প্রথম জনসভাটি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে । আর দ্বিতীয় জনসভাটি করবেন নদিয়ার কৃষ্ণনগরে ।

দুপুর 12 টা নাগাদ শিলিগুড়ির কাওয়াখালিতে প্রথম জনসভা করবেন তিনি । দ্বিতীয় জনসভাটি কৃষ্ণনগর কলেজ মাঠে । পঞ্চম দফার নির্বাচনের আগে তার এই দু'টি জনসভা খুবই তাৎপর্যপূন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : বিজেপি বাংলায় ক্ষমতায় এলে জমি নীতির পরিবর্তন, ইঙ্গিত শাহর

নরেন্দ্র মোদি প্রতি দফায় রাজ্যে একাধিক জনসভা করছেন । শুধু মোদিই নন, অমিত শাহও একের পর এক সভা করছেন । এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও । তার একটাই কারণ বাংলায় বিজেপি নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই নির্বাচনে লড়তে চাইছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.