ETV Bharat / state

নির্বাচন কমিশন নিয়ে মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য়কে স্বাগত মমতার

author img

By

Published : Apr 26, 2021, 3:11 PM IST

মাদ্রাজ হাইকোর্ট আজ বলেছে, নির্বাচন কমিশনের জন্য়ই এরাজ্য়ে করোনার এত বাড়বাড়ন্ত ৷ কমিশনের প্রতিটি অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হতে পারে ৷ মাদ্রাজ হাইকোর্টের ওই মন্তব্য়কে স্বাগত জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায়

কলকাতা, 26 এপ্রিল : মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যকে স্বাগত জানালেন মমত বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ শ্য়ামপুকুরে মিনার্ভা থিয়েটারে জমায়েতের উদ্দেশে বার্তা দেন তিনি ৷ সেখানে নির্বাচন কমিশনকে বিজেপির টিয়া-ময়না ও আয়না বলে কটাক্ষ করেন ৷

মাদ্রাজ হাইকোর্ট আজ বলেছে, নির্বাচন কমিশনের জন্য়ই এরাজ্য়ে করোনার এত বাড়বাড়ন্ত ৷ কমিশনের প্রতিটি অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হতে পারে ৷ মাদ্রাজ হাইকোর্টের ওই মন্তব্য়কে স্বাগত জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ পাশাপাশি সমস্ত আদালতের উদ্দেশে তাঁর বক্তব্য়, দেশের সব আদালতগুলির উচিত নির্বাচন কমিশনের কাজের উপর নজর রাখা ৷

আরও পড়ুন- এবার বীরভূম-মুর্শিদাবাদ, ফের রদবদল পুলিশে

রাজ্য়ে কোভিড ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ এই পরিস্থিতির জন্য় নির্বাচন কমিশনই দায়ি বলে মন্তব্য় করেন মমতা ৷ তিনি এ প্রসঙ্গে বলেন, "নির্বাচন কমিশনকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই ৷...কোভিড বাড়ানোর জন্য় নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশন দায়ী ৷"

একইসঙ্গে কোভিড ছড়ানোর জন্য় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর কথায়, বারবার বলা সত্বে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কোভিড পরীক্ষা হয়নি ৷ ভোট হয়ে গেলেও তাঁদের এরাজ্য়ে রেখে দেওয়া হয়েছে ৷ তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুল ও সরকারি এলাকায় থাকছে ৷ যার ফলে কোভিডের জন্য় সেফ হোম তৈরি করা যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি ৷

এরই পাশাপাশি নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য়তা হারিয়েছে বলে মন্তব্য় করেন তৃণমূল সু্প্রিমো ৷ তাঁর কথায়, নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হয়ে গেছে ৷ শেষ দফার নির্বাচনের শেষ প্রচারে তিনি একপ্রকার হুংকার দিয়ে বলেন, "অনেক সহ্য় করেছি ৷ আর নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.