ETV Bharat / state

জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম

author img

By PTI

Published : Nov 23, 2023, 9:47 AM IST

Updated : Nov 23, 2023, 10:06 AM IST

Jyotipriya Mallick Health: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানাল এসএসকেএম হাসপাতাল ৷ তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷

Jyotipriya Mallick Health
জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা, 23 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে ৷ এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করল এসএসকেএম হাসপাতাল ৷ এক আধিকারিক এই কথা জানিয়েছে ৷

রেশন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় মন্ত্রীকে ৷ তাঁর শরীরের বাঁ পাশে অসাড়তার কথা চিকিৎসকদের জানান জ্যোতিপ্রিয় ৷

সে দিন রাতেই হাসপাতালে যাওয়ার পর প্রথমে তাঁর ইসিজি হয় । পরে কিছু রক্ত পরীক্ষা করা হয় । তাঁর হৃদস্পন্দন কম ছিল বলে হলটার মনিটর লাগিয়ে পরীক্ষা চলেছে । জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁকে যে কেবিনে রাখা হয়েছিল সেই কেবিনে কোনও এসি নেই বলে তাঁকে অসুবিধের সম্মুখীন হতে হয়েছে, এমনই অভিযোগ করেন জ্যোতিপ্রিয় ৷ ডাক্তাররা জানিয়েছিলেন, বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর ঠিক করা হবে যে, মন্ত্রীর জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করার প্রয়োজন আছে কি না ।

যদিও পরে জানানো হয় যে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে ৷ হাতপাতালের আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন, "তাঁর একটি এমআরআই করা হয়েছে । আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি । সার্বিক চেকআপের জন্য, আমরা নিউরোলজি, এন্ডোক্রিনোলজি, মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি এবং কার্ডিওলজি বিভাগের একজন করে ডাক্তারের সমন্বয়ে একটি দল গঠন করেছি । তাঁরা জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থার তদারকি করতে যাচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করলেব ৷"

রক্তে উচ্চ শর্করা এবং অন্যান্য রোগে ভুগছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁকে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয় । আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের ব্যবধনে নিয়মমাফিক তাঁকে চেক-আপ করানো হয় ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয় অনেকটাই স্থিতিশীল, মন্ত্রীর খবর নিতেই কি এসএসকেএমে ইডির 2 অফিসার ?
  2. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র

বিস্তারিত আসছে...

Last Updated : Nov 23, 2023, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.