ETV Bharat / state

Amitabh Bachchan: দেশে মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কলকাতায় দাঁড়িয়ে মন্তব্য অমিতাভের

author img

By

Published : Dec 15, 2022, 11:00 PM IST

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan comments on freedom of expression) ৷ তুললেন সেন্সরশিপের প্রসঙ্গ ৷

ETV Bharat
Amitabh Bachchan in kolkata

কলকাতা, 15 ডিসেম্বর: তাঁর নামের পাশে রাজনীতির ইতিহাস থাকলেও, সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে তিনি সর্বদাই নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন । কিন্তু সেই সাবধানতার বেড়াজাল টপকে দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতাতে বৃহস্পতিবার তাঁর মুখেই শোনা গেল মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও ঘুরিয়ে সমালোচনার সুর ৷ কথা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের লিভিং লেজেন্ড বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan at KIFF) ৷

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th KIFF) উদ্বোধনী অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে যোগ দিতে এদিন স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে শহরে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি (Amitabh Bachchan comments on freedom of expression) ৷ চলচ্চিত্র উৎসবের মঞ্চকে ব্যবহার করে বর্ষীয়ান এই অভিনেতা বলেন,"স্বাধীন ভারতে আজ নাগরিকদের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের আমলে দেশে মত প্রকাশের স্বাধীনতা বিপন্ন ৷ বিরোধীদের মুখে হামেশাই এই অভিযোগ শোনা যায় ৷ এই প্রেক্ষিতে স্বয়ং অমিতাভের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের এই মন্তব্য অনেক জল্পনা তৈরি করেছে ৷ ইতিহাস স্মরণ করার পথ ধরে বিগ বি এদিন ঘুরিয়ে মোদি সরকার সমালোচনা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: বাংলার জামাইকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি মমতার

ইতিহাস বলছে একসময় বন্ধু রাজীব গান্ধির ডাকে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন অমিতাভ । কিন্তু সফলতা পাননি । ফলে রাজনীতি থেকে নিজেকে দূরেই সরিয়ে নিয়েছিলেন । তাঁর মতো ব্যক্তিত্বের মন্তব্যের প্রভাব সুদুরপ্রসারী হতে পারে, সম্ভবত এই কথা ভেবেই বরাবরই মন্তব্যের ক্ষেত্রে সচেতন থেকেছেন তিনি । এমনকি সাম্প্রতিক অতীতে নাগরিকত্ব সংশোধনী আইন, কৃষক আন্দোলন নিয়ে দেশে বিতর্কের ঝড় বইলেও মুখে রা কাড়েননি অমিতাভ বচ্চন । যার ফলে নেটা নাগরিকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে ।

সেই অমিতাভের মুখেই এদিন কলকাতায় হঠাৎ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এহেন বক্তব্য কেন, উঠছে প্রশ্ন । উল্লেখযোগ্য হল, অভিনেতা যখন এই কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত বিজেপি বিরোধী মুখ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন শাহরুখ খানও ৷ যার অভিনীত পাঠান ছবিটিকে সম্প্রতি বয়কটের আওয়াজ উঠেছে ৷

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'বেশরম' সমালোচনার জবাব শাহরুখের

এদিন তাঁর দীর্ঘ বক্তব্যে অমিতাভ বচ্চন চলচ্চিত্রের ইতিহাস নিয়ে একটা সুন্দর লেখচিত্র তুলে ধরেছেন নেতাজি ইন্ডোরে (Kolkata International Film Festival) ৷ সেখানেই তাঁর বক্তব্যে উঠে আসে স্বাধীনতার আগে ব্রিটিশ সেন্সরশিপের কাঁচি উপেক্ষা করে কীভাবে চলচ্চিত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়েছিল সেই ইতিহাস ৷ আর এই বক্তব্যের মাঝেই সবাইকে অবাক করে দিয়ে এই বিশিষ্ট অভিনেতা বলেন,"আজকের মঞ্চে আমার যে সব সহকর্মীরা বসে রয়েছে তারা একমত হবেন যে আজ দেশে নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে ।"

প্রসঙ্গত অমিতাভ বচ্চন যখন বক্তব্য রাখতে উঠেছেন তার আগেই সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে সমালোচনা শোনা গিয়েছে শাহরুখ খানের গলায় । একইভাবে অপর বিশিষ্ট পরিচালক মহেশ ভাট তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথকে সামনে রেখে সাম্যের কথা বলেছেন এবং ঘুরিয়ে সাম্প্রতিক সময়ের অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.