ETV Bharat / state

Allegation of Ragging: যাদবপুরের পর এবার শহরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:16 PM IST

শহরের বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে এক এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 31 অক্টোবর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব়্যাগিং ও তার ফলে এক প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে কয়েক মাস আগেই আলোড়িত হয়েছিল রাজ্য ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল ৷ ইতিমধ্যেই আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব়্যাগিংয়ের শিকার হওয়ায় ওই ছাত্রটির পরিবার ৷

ঘটনাটি ঘটেছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। যদিও এই বিষয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । এছাড়াও কলকাতা পুলিশের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি ।

জানা গিয়েছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে দিনের পর দিন ধরে মানসিক এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে ৷ অভিযোগ ওই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একদল যুবকের বিরুদ্ধে । এই ঘটনার পর ওই ছাত্র নিজেকে কার্যত একা করে ফেলেছিল । তাঁর মানসিক অবস্থা বুঝে পরিবারের সদস্যরা ওই ছাত্রের সঙ্গে কথা বলে, তারপর পুরো বিষয়টি জানতে পারেন তাঁরা । দীর্ঘদিন ধরে চলেছে এই শারীরিক ও মানসিক নির্যাতন ৷

এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকেও নিগৃহীত ছাত্রের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে ওই পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষাও হয় ৷ ছাত্রটির পরিবারের দাবি, মারধর করা থেকে শুরু করে গায়ের জামা খুলে দেওয়া এবং বিভিন্ন অশ্লীল কথাবার্তা জোর করে বলতে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে ওই পড়ুয়াটির সঙ্গে ৷

আরও পড়ুন: এক কোপে ধড় থেকে স্ত্রীর মাথা আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর !

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে মানসিক এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া এবং প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে । হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ওই ছাত্রের ৷ সেই ঘটনার পরে নড়েচড়ে বসে রাজ্যের অ্যান্টি ব়্যাগিং সেল থেকে শুরু করে পুলিশ প্রশাসন । কলকাতা পুলিশের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়, ব়্যাগিং রুখতে ৷ ভাবা হয়েছিল পুলিশি তৎপরতার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই র়্যাগিংয়ের প্রবণতা কমবে, কিন্তু তার বদলে নতুন করে সামনে এল এই অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.