ETV Bharat / state

Justice Raja Sekhar Mantha: বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কটের ঘটনায় ক্ষমা চেয়ে আদালতে হলফনামা 9 আইনজীবীর

author img

By

Published : Apr 25, 2023, 6:33 PM IST

গত 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কটের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় ক্ষমা চেয়ে আদালতে হলফনামা জমা দিলেন 9 আইনজীবী ৷

Justice Raja Sekhar Mantha
Justice Raja Sekhar Mantha

কলকাতা, 25 এপ্রিল: বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কটের ঘটনায় বেশ কিছু আইনজীবী ক্ষমা চেয়ে কলকাতা হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চে হলফনামা জমা দিলেন মঙ্গলবার । গত 9 জানুয়ারি থেকে পরপর বেশ কয়েকদিন ওই বয়কট ও বিক্ষোভের ঘটনা ঘটেছিল ৷ বিচারপতি মান্থার বিরুদ্ধে কলকাতার যোধপুর পার্ক ও হাইকোর্ট চত্বরে পোস্টারও পড়েছিল ৷ সেই নিয়ে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে মঙ্গলবার বেশ কয়েকজন আইনজীবী হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন জনৈক আইনজীবী অনিত দাস ৷

এদিকে এদিনের শুনানিতে রাজ্য বার কাউন্সিল জানিয়েছে, তারা বেশ কিছু আইনজীবীকে চিহ্নিত করেছে । এর পর হাইকোর্টের নির্দেশ, রাজ্য বার কাউন্সিল নামগুলো জানাবে কেন্দ্রীয় বার কাউন্সিলকে । তারা দু’পক্ষ বসে ঠিক করবে আদালতকে তারা কীভাবে রিপোর্ট দিয়ে জানাবে নামগুলো । এছাড়া মুখবন্ধ খামে ওই আইনজীবীদের নাম হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও জমা রাখার নির্দেশ দিয়েছে তিন সদস্যের ওই বেঞ্চ ৷

এদিকে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ ৷ সেই নিয়ে পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে যে জাহিদ হুসেন ও মহম্মদ ইকবাল নামে দুই ব্যক্তির ছাপাখানায় ওই পোস্টারগুলি ছাপানো হয় ৷ পাঁচ হাজার টাকার বিনিময়ে পোস্টারগুলি তাঁরা ছাপিয়ে দেন ৷ কিন্তু কারা পোস্টার ছাপানোর বরাত দিয়েছিল, সেই বিষয়টি নিয়ে ওই দু’জন কিছুই তথ্য দিতে পারেনি ৷ যদিও এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে আবার রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী 15 মে-র মধ্যে ওই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

যে বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে, সেখানে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাস ৷ এদিন শুনানির সময় বিচারপতি চিত্তরঞ্জন দাস বলেন, ‘‘কে বা কারা এই গোটা ঘটনার পেছনে জড়িত, তিনি কোনও রাজনৈতিক ব্যাক্তিও হতে পারেন, তাঁকে বা তাঁদের খুঁজে বের করতে হবে । তার আগে যে আইনজীবীরা মনে করবেন যুক্ত ছিলেন, তাঁরা নিজেদের বক্তব্য রেজিস্ট্রার জেনারেলের কাছে জানাতে পারেন । পরবর্তীতে আদালত তা খতিয়ে দেখবে ।’’

আরও পড়ুন: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.