ETV Bharat / state

Adenovirus Prevention Advice: গত 24 ঘণ্টায় শহরে মৃত 8 শিশু, অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় কী পরামর্শ চিকিৎসকদের ?

author img

By

Published : Mar 3, 2023, 7:34 PM IST

Updated : Mar 3, 2023, 8:36 PM IST

গত 24 ঘণ্টায় শহরে মৃত্যু হয়েছে 8 শিশুর ৷ ফলে আতঙ্ক ক্রমে বাড়ছে ৷ এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাস থেকে রক্ষা পেতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Adenovirus Prevention Advice)? আসুন দেখে নিন ৷

Adenovirus ETV Bharat
অ্যাডিনো ভাইরাস

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় চিকিৎসকের পরামর্শ

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রাজ্যে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাস আতঙ্ক । প্রতিটি হাসপাতালেই শিশুরোগীতে ভরছে বেড । জ্বর, সর্দি, কাশিতে একের পর এক শিশুর নাজেহাল অবস্থা । বহু শিশুর মৃত্যু হচ্ছে রাজ্যে । বুধবার রাত থেকে শহরে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে 8টি শিশুর (Children die)। জ্বর, সর্দি, কাশির পাশাপাশি শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিচ্ছে । এই রোগের থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বিশেষ পরামর্শ দিলেন অন্যতম শিশুচিকিৎসক সৌমেন মেউর (Adenovirus Prevention Advice)।

আমজনতা মনে করছে শিশুদের কোভিডের টিকা দেওয়া হয়নি ৷ সেই কারণে এই ভাইরাসে শিশুরা বেশি ভুগছে । তবে এই চিন্তা একেবারে ভ্রান্ত বলে মনে করছেন চিকিৎসকরা । চিকিৎসকের কথায়, "এই 2টি ভাইরাসের মধ্যে মিল আছে অনেক । 2টি ভাইরাসের ক্ষেত্রেই ফুসফুস খুবই ক্ষতিগ্রস্ত হয় । তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে আরও বেশ কিছু সমস্যা আছে । যেগুলো অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় না । মূলত অ্যাডিনো ভাইরাসকে আমরা নিউমোনিয়া বলতে পারি । তবে সব নিউমোনিয়া অ্যাডিনো নয় ।"

এত পরিমাণ শিশু বর্তমানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ৷ ফলে তৈরি হচ্ছে বেডের আতঙ্ক । অভিযোগ উঠেছে একটি বেডে রাখা হচ্ছে একাধিক শিশুকে । যদিও গতকাল মুখমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যথেষ্ট পরিকাঠামো রয়েছে । চিকিৎসকও প্রচুর আছে । তাতেও বহু জেলা থেকে রোগীর পরিবার এসে ভিড় জমাচ্ছেন শহরের হাসপাতালে । ঠিক কোন পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যদি জ্বর 100-র থেকেও বেশি হয়ে যায়, চোখ লাল হয়ে যায় এবং শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ।

আরও পড়ুন: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে কোনও শিশু আক্রান্ত নয়, দাবি অতীনের

মূলত শোনা যাচ্ছিল, গরম পড়লে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারে শিশুরা । তবে ইতিমধ্যে শহর কলকাতায় উষ্ণতা ক্রমেই বাড়ছে । সেখানেও এই ভাইরাসের প্রকোপ কমছে না । এ বিষয়ে চিকিৎসক জানান, এই সময় অনেকটাই কমে যায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ । তবে এ বার তা আর দেখা যাচ্ছে না ।

Last Updated : Mar 3, 2023, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.