Jhargram Nursing Home Wrong Treatment : ভুল চিকিৎসার অভিযোগ, ঝাড়গ্রামের নার্সিংহোমে মৃত্যু মহিলার

author img

By

Published : Apr 14, 2022, 9:09 AM IST

Jhargram nursing home worng treatment death

ভুল চিকিৎসার অভিযোগ উঠল ঝাড়গ্রামের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ মৃতার পরিবারের সদস্যদের তাণ্ডব সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Jhargram Nursing Home Wrong Treatment) ৷

ঝাড়গ্রাম, 14 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ৷ এই অভিযোগে বুধবার সন্ধেয় উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে । জানা গিয়েছে, মঙ্গলবার পেট খারাপ ও হালকা গা-গরমের সমস্যা নিয়ে ঝাড়গ্রামের শ্রীরাম নার্সিংহোমে ভর্তি হন চন্দ্রী গ্রামের গৃহবধূ মাতঙ্গিনী গিরি (34) (Violence in Jhargram Nursing Home over wrong treatment death) ।

বুধবার সকালেই তিনি সুস্থ হয়ে উঠলেও নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, মাতঙ্গিনী দেবীর শরীরে ক্রিয়েটিনিন কম থাকায় ইউএসজি করতে হবে । সেইমতো তাঁর ইউএসজি করা হয় । বিকেলের পর হঠাৎ মাতঙ্গিনী দেবীর পেটে ব্যথা শুরু হয় ও পেট ফুলে যায় । সেই অবস্থায় কর্তব্যরত নার্সরা তাঁকে একটি ইঞ্জেকশন দেয় । তা দেওয়ার পরেই রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং মারা যান মাতঙ্গিনী গিরি ।

আরও পড়ুন : Locket Chatterjee Slams : 'দিল্লির এইমসে ভাল চিকিৎসা হয়' পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ লকেটের

মাতঙ্গিনী দেবীর মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ও পাড়াপড়শি হাসপাতালে পৌঁছায় । বেসরকারি হাসপাতালের অভিযোগ, মৃতার আত্মীয়-স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তুমুল গণ্ডগোল বাধে, যা শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ । এই বিষয়ে মৃতার ভাই জগন্নাথ বেরা বলেন, "পেট খারাপ নিয়ে দিদিকে ভর্তি করা হয়েছিল শ্রীরাম নার্সিংহোমে । এখানকার চিকিৎসকরা ভুল চিকিৎসা করে দিদির প্রাণ কেড়ে নিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.