ETV Bharat / state

Maynaguri Minor Molested : ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানি, ধৃত প্রৌঢ়

ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ (Maynaguri Minor Girl Molestation) ৷ ঘটনার পর ময়নাগুড়ি থানায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ কথা বলতে দেয়নি বলে অভিযোগ ।

Maynaguri Crime News
ময়নাগুড়ি শ্লীলতাহানি
author img

By

Published : Apr 26, 2022, 7:34 AM IST

জলপাইগুড়ি, 26 এপ্রিল : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে (Maynaguri Minor Girl Molestation) । অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । ধৃতের নাম মঙ্গলা দাস ৷ পেশায় সবজি ব্য়বসায়ী ৷ ঘটনার পর ময়নাগুড়ি থানায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ কথা বলতে দেয়নি বলে অভিযোগ । ময়নাগুড়িতে নাবালিকার আত্মহত্যার ঘটনার পরে ফের ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিশেষভাবে সক্ষম ওই নাবালিকাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে । কিছুক্ষণ বাদে প্রতিবেশী এক শিশু জানায়, সে দেখেছে পাশের বাড়ির এক বৃদ্ধ ওই নাবালিকাকে নিয়ে তার বাড়িতে গিয়েছে ৷ পরিবারের সদস্যরা সেই প্রৌঢ়র বাড়িতে গিয়ে ধাক্কা মেরে দরজা খুলে দেখতে পায় বিছানায় ওই নাবালিকা হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে । সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকেরা ৷

ময়নাগুড়ি থানার সামনে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের প্রতিবাদ

আরও পড়ুন : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

এরপরেই ঘটনার খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে । ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় । পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় শারীরিক পরীক্ষার জন্য ।

অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চার সদস্যরা নির্যাতিতা শিশুর মায়ের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাঁদের কথা বলতে দেয়নি বলে অভিযোগ । প্রতিবাদে থানার পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে ।

জলপাইগুড়ি, 26 এপ্রিল : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে (Maynaguri Minor Girl Molestation) । অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । ধৃতের নাম মঙ্গলা দাস ৷ পেশায় সবজি ব্য়বসায়ী ৷ ঘটনার পর ময়নাগুড়ি থানায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ কথা বলতে দেয়নি বলে অভিযোগ । ময়নাগুড়িতে নাবালিকার আত্মহত্যার ঘটনার পরে ফের ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিশেষভাবে সক্ষম ওই নাবালিকাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে । কিছুক্ষণ বাদে প্রতিবেশী এক শিশু জানায়, সে দেখেছে পাশের বাড়ির এক বৃদ্ধ ওই নাবালিকাকে নিয়ে তার বাড়িতে গিয়েছে ৷ পরিবারের সদস্যরা সেই প্রৌঢ়র বাড়িতে গিয়ে ধাক্কা মেরে দরজা খুলে দেখতে পায় বিছানায় ওই নাবালিকা হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে । সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকেরা ৷

ময়নাগুড়ি থানার সামনে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের প্রতিবাদ

আরও পড়ুন : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

এরপরেই ঘটনার খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে । ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় । পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় শারীরিক পরীক্ষার জন্য ।

অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চার সদস্যরা নির্যাতিতা শিশুর মায়ের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাঁদের কথা বলতে দেয়নি বলে অভিযোগ । প্রতিবাদে থানার পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.