ETV Bharat / state

Jalpaiguri TMC News : তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

author img

By

Published : Mar 26, 2022, 11:03 PM IST

Updated : Mar 27, 2022, 9:43 AM IST

জলপাইগুড়ি পৌরসভার 25 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাসের স্বামী (husband of tmc councillor) আত্মহত্যার চেষ্টা করেন ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷

husband of tmc councillor
তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা

জলপাইগুড়ি, 26 মার্চ : দলেরই কয়েকজনের প্ররোচনায় তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করলেন জলপাইগুড়ি পৌরসভার 25 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস ৷ জানা গিয়েছে, শনিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কাউন্সিলরের স্বামী শান্তনু সরকার (husband of tmc councillor) ৷ গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ।

আত্মঘাতী হওয়ার চেষ্টার কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে ৷ এদিকে তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পৌষালী দাস ৷ এই ঘটনার খবর পেয়েই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।

তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা

আরও পড়ুন : মোবাইলের দোকানে সিঁধেল চোর ! সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট

সৈকত চট্টোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, "কাউন্সিলরের স্বামীর অসুস্থতার খবর পেয়েই এসেছি । 25 নং ওয়ার্ডের কাউন্সিলের স্বামী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন । কী কারণে তিনি এমন করলেন তা দেখা হচ্ছে । কেউ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে কি না দেখা হচ্ছে । পরিবারের পক্ষ থেকে যদি দলের কারও নাম দেওয়া হয় তাহলে সেটা দলীয় স্তরে খতিয়ে দেখা হবে । এখনও এমন কোনও অভিযোগ আমরা পাইনি ।" জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমাদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"

Last Updated :Mar 27, 2022, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.