ETV Bharat / state

School Reopening : দীর্ঘদিন পর খুলছে স্কুল, জলপাইগুড়িতে খুশির আমেজে ছাত্র-শিক্ষকরা

author img

By

Published : Oct 26, 2021, 7:08 PM IST

Updated : Oct 26, 2021, 7:44 PM IST

16 নভেম্বর থেকে রাজ্যের স্কুল ও কলেজ খুলছে (School Opening) বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এতে খুশির হাওয়া জলপাইগুড়ির (Jalpaiguri) ছাত্র ও শিক্ষক মহলে ৷

jalpaigiri-teachers-and-students-happy-over-school-opening-in-bengal
দীর্ঘদিন পর খুলছে স্কুল, খুশির আমেজে ছাত্র-শিক্ষকরা

জলপাইগুড়ি, 26 অক্টোবর: দীর্ঘদিন পর ফের স্কুল খুলছে (School Repening )। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে আগামী 16 নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল ও কলেজ ৷ এই সিদ্ধান্তে বেজায় খুশি জলপাইগুড়ির (Jalpaiguri) ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ।

করোনা সংক্রমণ রোধে গত বছর এপ্রিল মাসে লকডাউন ঘোষণার পরেই বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল কলেজ । গত বছরের শেষের দিকে স্কুল কলেজ খোলা হবে ধরে নেওয়া হলেও রাজ্য সরকার সেই অনুমতি দেয়নি । এরপর চলতি বছর কয়েকদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও করোনা আবহে চলতি বছরের 16 মার্চ স্কুল, কলেজ-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল 2021 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে সেগুলি ৷ কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে ৷ বাধ্য হয়েই মাসের পর মাস বন্ধ রাখতে হয় স্কুল, কলেজ ৷

করোনা সংক্রমণ না-বাড়লে পুজোর পর যে স্কুল-কলেজ খুলবে তা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার উত্তরকন্যায় তিনি ঘোষণা করেন, আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে স্কুল, কলেজ খুলবে ৷ এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশও দেন তিনি ৷ স্বাস্থ্যবিধি হিসেবে কী কী ব্যবস্থা নিতে হবে, তার একটি নির্দেশিকাও জারি করা হচ্ছে ।

দীর্ঘদিন পর খুলছে স্কুল, খুশির আমেজে ছাত্র-শিক্ষকরা

আরও পড়ুন: Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

স্কুল খোলার নির্দেশে ছাত্রছাত্রী ও অভিভাবকরা খুবই খুশি ৷ এক ছাত্রের কথায়, "দীর্ঘ কয়েক মাস পর স্কুল খুলছে । ভাল লাগছে। এতদিন অনলাইনে ক্লাস হত, তাতে আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না । সেখানে মাঝেমধ্যেই নেটওয়ার্ক সমস্যা থাকায় অসুবিধা হত । স্কুলে পড়াশোনা ভাল হয়, সব কিছুই বুঝতে পারি । বন্ধু বান্ধবদের সঙ্গে দেখাও হবে ।"

অভিভাবকরা বলেন, "স্কুল খোলা হচ্ছে শুনে ভালোই লাগছে । তবে করোনা নিয়ে ভয়টাও রয়েছে । আমরা বিধি মেনে স্কুল চলারই পক্ষপাতী ৷"

প্রাইমারি স্কুলের এক শিক্ষক বলেছেন, "আমাদের প্রাইমারি স্কুল খোলার কোনও নির্দেশিকা এখনও আসেনি । তবে আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি স্কুল খুলবে ।"

আরও পড়ুন : Mamata Banerjee : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও বিএসএফের এক্তিয়ার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

Last Updated :Oct 26, 2021, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.